এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার প্রকাশ্যেই সম্মুখসমরে শুভেন্দু ও অভিষেকের অনুগামীরা? তৃণমূলের ‘গৃহযুদ্ধে’ চড়ছে পারদ!

এবার প্রকাশ্যেই সম্মুখসমরে শুভেন্দু ও অভিষেকের অনুগামীরা? তৃণমূলের ‘গৃহযুদ্ধে’ চড়ছে পারদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার দ্বৈরথ শুভেন্দু অধিকারীর অনুগামী ও অখিল গিরির অনুগামীদের। এবার তমলুক শহর জুড়ে শুভেন্দু অধিকারীর সমর্থনে একদিকে যেমন ব্যানার ঝুলিয়েছে শুভেন্দু অধিকারীর অনুগামীরা। অন্যদিকে, অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের সমর্থনে পাল্টা ব্যানার টাঙালেন অখিল গিরির অনুগামীরা। যাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। সেইসঙ্গে শুভেন্দু অধিকারীকে দোলে কোনঠাসা করে দেবার পরিকল্পনায় জল্পনা ছড়ালো।

একটা সময় তৃণমূল দলের এক দাপুটে যোদ্ধা ছিলেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি দলের সাংগঠনিক পরিবর্তনের ফলে বিভিন্ন জেলার হাতছাড়া হয় তাঁর। এরপর থেকেই দলের সঙ্গে তাঁর সম্পর্ক তলানীতে এসে পৌঁছেছে। এদিকে শুভেন্দু অধিকারীর মতো জনপ্রিয় নেতাও শাসকদল তৃণমূলে খুব কমই আছেন। তাঁর মত এত অনুগামী আর কোনো নেতার আছে কিনা সন্দেহ। সম্প্রতি শুভেন্দু অধিকারী দলে থেকেও দলের নাম, দলের পতাকা, প্রশাসনের নাম ব্যাবহার না করেও দলহীন জনসংযোগ চালাচ্ছেন। এক্ষেত্রে তাঁর অনুগামীরা বিশেষ ভূমিকা পালন করছে। ব্যানারে লেখা হচ্ছে ‘আমরা দাদার অনুগামী’।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে বিজয়া সম্মেলনি অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছিলেন তমলুকে অধিকারী পরিবারের বিরোধী শিবিরের নেতা হিসেবে পরিচিত অখিল গিরি। যে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি শুভেন্দু অধিকারীকে। এরপর থেকেই অনেকে মনে করতে থাকেন যে, শুভেন্দু অধিকারীকে এবার দলে কোনঠাসা করে দেবার প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি শুভেন্দু অধিকারীর সমর্থনে ব্যানারে ভরে গিয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক। তাঁর অনুগামীরা শহর জুড়ে তাঁর নামে ব্যানার টাঙ্গিয়েছেন। যেখানে লেখা আছে, ” তোমার ভাবনায় বাংলা। ” এর পাল্টা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ব্যানার টাঙাতে দেখা গেল তমলুকে। যে ব্যানারে লেখা আছে, ” নেতা নয়, আমাদের সম্পদ কর্মী।” এই ব্যানারের প্রচারক হিসেবে অধিকারী পরিবারের বিরোধী অখিল গিরির অনুগামীদের নাম উঠে এসেছে।যা নিয়ে ছড়ালো নানা জল্পনা। তবে, এ বিষয়ে কোন আপত্তিকর কিছু দেখছেন না পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী। তাঁর দাবি, ” বিষয়টিতে আপত্তির কিছু নেই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!