এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার দালালচক্রের অভিযোগ তুললেন তৃণমূল নেতা, ক্ষোভ প্রকাশের পাশাপাশি দিলেন সতর্কবার্তাও

এবার দালালচক্রের অভিযোগ তুললেন তৃণমূল নেতা, ক্ষোভ প্রকাশের পাশাপাশি দিলেন সতর্কবার্তাও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার তৃণমূল নেতার গলাতেই দালালচক্রের অভিযোগ উঠল। এতদিন বিরোধীরা এই ব্যাপারে নানা অভিযোগ তুলত। কিন্তু এবার ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে দালাল চক্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য নান্নু হোসেন। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। হঠাৎ করেই তৃণমূল নেতার মুখ থেকে এই ধরনের মন্তব্য সামনে আসায় রীতিমত অস্বস্তিতে পড়েছে শাসক দল।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গড় 2 ব্লক ভূমি সংস্কার দপ্তরে গিয়ে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য নান্নু হোসেন। যেখানে তিনি বলেন, “মানুষ সরাসরি এই দপ্তরে এসে কোনো পরিষেবা পাচ্ছেন না। এখানে একটা মুহুরী অ্যাসোসিয়েশন গড়ে তোলা হয়েছে আমাদের দলের কিছু নেতার মদতে। শুধু তাই নয়, দপ্তরের সঙ্গে যোগাযোগ করে কিছু জমি মাফিয়া সরকারি জলাশয় ভরাট করে বড় বড় বিল্ডিং তৈরি করেছে।অবিলম্বে এই সমস্ত বেআইনি কাজ বন্ধ না করা হলে আমরা দলীয় পতাকা নিয়ে গিয়ে ওই সমস্ত কাজ বন্ধ করে দেব।”

স্বভাবতই এক তৃণমূল নেতার মুখ থেকে এই ধরনের মন্তব্য সামনে আসায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভাঙ্গড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের পর থেকেই জমির মিউটেশন সহ অন্যান্য কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে আবার এই কাজ শুরু হয়েছে। কিন্তু নানা সময়ে অভিযোগ উঠেছে যে, ভাঙ্গড় 2 ব্লকের ভূমি সংস্কার দপ্তরে গেলে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। টাকা দিয়ে সেখানে কাজ করিয়ে নিতে হয়। আর এদিন সেখানে গিয়ে সেই একই অভিযোগ তুলে রীতিমত সতর্কবার্তা জারি করতে দেখা গেল তৃণমূলের এই জেলা পরিষদের সদস্যকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি গোটা ঘটনা সত্যি? এদিন এই প্রসঙ্গে ভাঙ্গড়ের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক কামরুল মোল্লা বলেন, “আমাদের বাদ দিয়ে দপ্তরের সঙ্গে কিছু দালাল যোগসাজশ করে এসব করছে। আমরা অনৈতিকভাবে মানুষের থেকে বাড়তি টাকা আদায় করি না। চেষ্টা করি মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার।” তবে তৃণমূলের নেতা তথা জেলা পরিষদের সদস্য যেভাবে এই ঘটনা নিয়ে প্রকাশ্যে সরব হয়েছেন, তাতে গোটা বিষয়কে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে বিরোধীরা।

এদিন এই প্রসঙ্গে ভাঙ্গড় টু ব্লক বিজেপির সভাপতি অবনী মন্ডল বলেন, “ভাঙ্গড়ের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। শাসকদলের যারা এই অভিযোগ করছেন, তারা সবাই বিষয়টা জানেন। আসলে ওদের নিজেদের মধ্যে গন্ডগোল ও টাকার বখরা নিয়ে এসব কথা বলছেন। অবিলম্বে এই দুর্নীতি বন্ধ হওয়া উচিত।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ উঠেছে।

কিন্তু এবার যেভাবে তৃণমূলের একজন জনপ্রতিনিধি সেই দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুললেন, তাতে তা বিরোধীদের কাছে নয়া হাতিয়ার হয়ে দাঁড়াল। যার ফলে আগামীদিনে ব্যাপক অস্বস্তিতে পড়তে পারে শাসকদল তৃণমূল কংগ্রেস বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!