এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার যুব কমিটি গঠন ঘিরে চূড়ান্ত অশান্তি তৃণমূল পরিবারে! ক্রমশ ঘুম উড়ছে মমতা-অভিষেকের?

এবার যুব কমিটি গঠন ঘিরে চূড়ান্ত অশান্তি তৃণমূল পরিবারে! ক্রমশ ঘুম উড়ছে মমতা-অভিষেকের?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে জেলায় জেলায় বাড়ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এই পরিস্থিতিতে মালদহ জেলার কালিয়াচক ২ ব্লকে যুব তৃণমূল কমিটি গঠন নিয়ে প্রবল অশান্তি ছড়ালো। অভিযোগ উঠেছে, ব্লক ও যুব তৃণমূল সভাপতির সঙ্গে কোনরকম আলোচনা না করেই একতরফাভাবে অঞ্চল কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির কোন বাস্তব ভিত্তি নেই। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হলেন একাধিক যুব তৃণমূল নেতা। যে কারণে শাসকদল তৃণমূলের অন্দরে তীব্র শোরগোল পরে গেলো। এ প্রসঙ্গে, ব্লক যুব তৃণমূল সভাপতি অবশ্য জানিয়েছেন যে, সংগঠনের সকলের সঙ্গে আলোচনা করেই নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে নতুন- পুরোনোর মেলবন্ধন ঘটানো হয়েছে। বিরুদ্ধরা তা মেনে নেন নি।

সম্প্রতি, মালদহ জেলার কালিয়াচক ২ ব্লকের ৭টি অঞ্চলের যুব তৃণমূল কমিটির পদাধিকারীদের নাম ঘোষিত হয়। গত শনিবার রাতে এই নামের তালিকা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হওয়ার পর ব্লকের বেশকিছু যুব তৃণমূল নেতা-কর্মী প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর যুব সংগঠনের জেলা সভাপতির কাছে এই নয়া কমিটি গঠনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সূত্রের খবর, কালিয়াচক ২ ব্লক যুব তৃনমূলের তিনজন সহকারি সভাপতি তোহিদুর রহমান, ইফতিকার আহমেদ, রঞ্জিত লালা নয়া কমিটি গঠন নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। এর সঙ্গে সঙ্গেই গতকাল রবিবার বিকেলে এক সাংবাদিক বৈঠক করেছেন তোহিদুর রহমান। এই বৈঠকে তিনি জানিয়েছেন যে, কালিয়াচক ২ ব্লকের যুব সংগঠনের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনের পর ব্লক যুব সভাপতি কোন বৈঠক ডাকেন নি। গত শনিবার সোশ্যাল মিডিয়ায় তারা বিষয়টি জানতে পারেন। যেখানে তারা জানতে পারেন ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতের সংগঠনের অঞ্চল কমিটি গঠন করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন যে, নতুন কমিটি গঠনের সময় তাদের কাউকেই বলে ডাকা হয়নি। এমনকি তাদের কোনো মতামতও নেয়া হয়নি। এছাড়াও তিনি জানিয়েছেন যে, যুব সংগঠনে চেয়ারম্যান বলে কোন পদ নেই। কিন্তু প্রতিটি অঞ্চল কমিটিতে একজন করে চেয়ারম্যান করা হয়েছে। তাই এই কমিটি বাতিল করে আবার আলোচনা করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।

তবে, এ প্রসঙ্গে কালিয়াচক ২ ব্লক যুব সভাপতি আখতারুজ্জামান জানালেন যে, সংগঠনের গঠনতন্ত্র মেনেই এই কমিটি গঠন করা হয়েছে। তিনি অঞ্চল কমিটি গঠনের আগে বেশ কয়েকবার ব্লক কমিটিতে মিটিং করে, স্থানীয় তৃণমূল নেতা, গ্রাম পঞ্চায়েত প্রধানদের সঙ্গে আলোচনা করে এই কমিটি গঠন করেছিলেন। তিনি জানিয়েছেন যে, কমিটি নিয়ে কারো কিছু বলার থাকলে, তা দলের মধ্যেই বলার কথা।কিন্তু সেটা না করে সোশ্যাল মিডিয়ায় ও দলের বাইরে এই ব্যাপার নিয়ে জলঘোলা করা দল বিরোধী কাজ।

অন্যদিকে, এ প্রসঙ্গে জেলা তৃণমূল যুব কমিটির সাধারণ সম্পাদক আলিপ পারভেজ জানালেন যে, কালিয়াচক ২ ব্লকের কিছু অঞ্চল কমিটির তালিকা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছিল। অঞ্চল চেয়ারম্যান বলে কোনো পদ নেই। কিন্তু এই কমিটিতে চেয়ারম্যান পদ দেখানো হয়েছে। তিনি মনে করছেন, এটা ভুলবসত হয়েছে। তাই এই কমিটি প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এভাবেই যুব তৃণমূল কমিটি গঠন বিষয়ে তীব্র অন্তর্দ্বন্দ্ব দেখা দিলো শাসকদল তৃণমূলে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!