এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার প্রতারণা কাণ্ডে জড়াল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর নাম, তীব্র চাঞ্চল্য রাজনীতি থেকে প্রশাসন সর্বত্র

এবার প্রতারণা কাণ্ডে জড়াল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর নাম, তীব্র চাঞ্চল্য রাজনীতি থেকে প্রশাসন সর্বত্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টএবার প্রতারণা কান্ডে জড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। না, চিন্তার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী সরাসরি নন, তাঁর সই  প্রতারণা করতে ব্যবহার করা হচ্ছে। এতদিন পর্যন্ত প্রতারণার বিভিন্ন রকমের দেখা গিয়েছে। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে প্রতারকরা। কিন্তু এবার একেবারে মুখ্যমন্ত্রীকে হাতিয়ার করে প্রতারণার অনন্য নজির দেখা গেল। ঘটনাটি ঘটেছে বেলপাহাড়ি থানা এলাকায়। করোনা আবহে ঘরে বসে যদি সরকারি চাকরি পাওয়া যায় তার থেকে ভালো তো আর কিছুই হয়না। ঠিক এরকমই একটা সুবর্ণ সুযোগকে হাতিয়ার করে নিয়েছিলেন বেলপাহাড়ীর ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতের সিন্দুরিয়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত কমলাকান্ত সিং।

চাকরি দেওয়ার টোপ ব্যবহার করে সাধারণ ছেলেমেয়েকে পুরোপুরি বোকা বানিয়েছিল সে। এমনকি সেক্ষেত্রে নিজের প্রতারণাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য মুখ্যমন্ত্রীর সই নকল করে সরকারী প্যাড নকল করে তাতে লেখা চিঠি তৈরি করেছিল এই কমলাকান্ত সিং। পাশাপাশি জানা গিয়েছে, সরকারি চাকরি দেওয়ার নাম করে একাধিক তরুণ-তরুণীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যেই হাতিয়েছে সে। পুলিশি সূত্রে জানা গেছে, গত পনেরোই জুন বেলপাহাড়ি থানায় এ রকমই একজন সরকারি চাকরিপ্রার্থী যিনি প্রতারণার শিকার হয়েছিলেন তিনি লিখিত অভিযোগ করেন। আর তারপরেই পুলিশ তৎপর হয়ে ওঠে অপরাধীকে ধরতে।

তদন্তে ধৃতের মোবাইল ফোন ট্র্যাক করে দেখা যায় ঝাড়খণ্ডের ধমভূমগড়ে প্রতারক কমলাকান্ত সিং লুকিয়ে বসে আছে।এর পরে পুলিশও তাঁদের তরফ থেকে জাল বেছানো শুরু করে প্রতারককে ঘর থেকে বাইরে আনার জন্য। পুলিশের পক্ষ থেকেও দেখানো হয় প্রলোভন। আর সেই প্রলোভনের জালেই অবশেষে পা দেয় প্রতারক কমলাকান্ত সিং। হাতেনাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, প্রতারকের পকেট থেকে পুলিশ চাকরি দেওয়ার কাগজ বাজেয়াপ্ত করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, অন্তত 30-32 জন তরুণ-তরুণীকে রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি তে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা তুলেছিল এই প্রতারক। জানা গিয়েছে, এই প্রতারক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সই জাল করে এবং সরকারি প্যাড জাল করে সেখানে কমিশনের চেয়ারম্যানকে চিঠি দিয়ে চাকরি দেওয়ার কথা বলে। খুব স্বাভাবিকভাবেই প্রতারণা কাণ্ডে মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে পড়ায় এই ঘটনার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে প্রশাসনের কাছে। ঠিক একই কথা বলেছেন ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ।

তিনিও জানিয়েছেন, প্রতারণা একটি অপরাধ অবশ্যই কিন্তু তার থেকেও গুরুতর অপরাধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সই জাল করা। ইতিমধ্যেই ধৃতকে ঝারগ্রাম সিজিএম আদালত থেকে 12 দিনের জন্য পুলিশি হেফাজত দেওয়া হয়েছে তাঁকে। আপাতত এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝাই যাচ্ছে চাকরির বাজারে মন্দাকে হাতিয়ার করে সরকারি চাকরির টোপ দেখিয়ে লক্ষাধিক টাকা এভাবেই অনেকে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছেন। তাই পুলিশ আরও একবার সাবধান করছে এধরনের প্রতারকদের চিনে তাঁদের এড়িয়ে চলার জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!