এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার শুরু NRC- র প্রস্তুতি? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নোটিশ জারি ঘিরে জোর জল্পনা !

এবার শুরু NRC- র প্রস্তুতি? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নোটিশ জারি ঘিরে জোর জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচনে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি আসার পর ঘোষণা করা হয়েছিল দেশজুড়ে নাগরিকত্ব আইন চালু হবার কথা। কিন্তু তাই নিয়ে বাংলায় শুরু হয়েছিল তৎকালীন উত্তেজনা। যথারীতি বাংলায় নাগরিকত্ব আইনের কাজ বিশেষ এগোয়নি। কিন্তু এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অন্যান্য জায়গায় শুরু হতে চলেছে এনআরসি। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে বিরোধীরা নানান মত দিতে শুরু করেছে। জানা যাচ্ছে- বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা সমস্ত অমুসলিম শরণার্থীদের এবার নাগরিকত্ব দেওয়া হবে এবং সে কারণেই স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে।

আপাতত দেশের পাঁচটি রাজ্যের 13 টি জেলায় এই নাগরিকত্ব দেওয়ার কাজ চলবে। সংবাদ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে দেশের পাঁচটি রাজ্য যথা- গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং ছত্তিশগড়ের 13 টি জেলার অমুসলিম শরণার্থীদের এবার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে। এই পাঁচ রাজ্যের 13 টি জেলায় প্রাথমিকভাবে নাগরিকত্ব দেওয়ার কাজ হবে। জেলার তালিকায় রয়েছে- পাঞ্জাবের জলন্ধর, হরিয়ানার ফরিদাবাদ, রাজস্থানের ঝালোর, বারমের, সিরোহি, উদয়পুর, পালি, ছত্রিশগড়ের দুর্গ ও বালোদাবাজার এবং গুজরাটের মোরবি, রাজকোট, পাটন ও বদোদরা।

এই প্রত্যেকটি জেলার অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য কাট অফ পিরিয়ড রাখা হয়েছে 2014 সালের 14 ই ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ ওই সময় পর্যন্ত যেসব হিন্দু, বৌদ্ধ, শিখসহ অন্যান্য হিন্দুরা ভারতে এসেছেন বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে তাঁদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে, ওই তিন দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীরা আবেদন জানালে তার সত্যতা যাচাই করবেন সংশ্লিষ্ট রাজ্যের স্বরাষ্ট্রসচিব কিংবা জেলাশাসক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত 2021 এর বাংলায় বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিজেপির অন্যতম স্লোগান ছিল ক্ষমতায় আসলে তাঁরা বাংলায় নাগরিকত্ব আইন চালু করবে। কিন্তু আপাতত বাংলায় নাগরিকত্ব আইন চালু হওয়ার কোন সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দেশ জুড়ে তীব্র বিতর্ক। রাজনৈতিক মহলের এবং দেশের বিশিষ্টজনদের অনেকেই প্রশ্ন তুলছেন, নতুন করে নাগরিকত্ব দেওয়া হবে কিসের ভিত্তিতে?

কারণ দেশের সরকার এখনো পর্যন্ত চলছে সাধারণ মানুষের ভোটের ওপর ভিত্তি করে। যদি নতুন করে নাগরিকত্ব দেওয়া হয় তাহলে পুরনো নাগরিকত্ব বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে ভোটের অধিকারও বাতিল হওয়ার কথা। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। আপাতত নাগরিকত্ব প্রদানের নোটিশ জারি করার পরিপ্রেক্ষিতে ওইসব রাজ্যের বা জেলায় ফলাফল কি হতে চলেছে সে দিকেই নজর থাকছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!