এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের হেভিওয়েটদের চাপ বাড়িয়ে সক্রিয় হলো নারদ তদন্ত, চারজনকে নোটিস পাঠাল ইডি

ফের হেভিওয়েটদের চাপ বাড়িয়ে সক্রিয় হলো নারদ তদন্ত, চারজনকে নোটিস পাঠাল ইডি

সদ্য মিটেছে লোকসভা ভোট আর তার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সক্রিয় হয়ে উঠেছে। একের পর এক পুলিশ অফিসারকে জেরা করা হচ্ছে। আর এর পাশাপাশি এবার নারদা কান্ড নিয়েও তৎপরতা শুরু করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা রীতিমতো চাপ বাড়ালো শাসকদলের।

জানা যাচ্ছে যে, নারদ কাণ্ডে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী অভিজিত চট্টোপাধ্যায় ,মলয় ভট্টাচার্যকে নোটিশ পাঠিয়েছে ইডি। এছাড়া পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডেকেও জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে ইডির তরফ থেকে। ৬ থেকে ১৭ জুনের মধ্যে তাদরেকে ইডির দপ্তরে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নারদ কাণ্ডে নাম জড়ায় তৃণমূল নেতা ও প্রাক্তন মেয়র এবং আবাসন ও দমকল মন্ত্রী শোভন চট্ট্যোপাধ্যায়ের। এই ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর স্ত্রী কেও জিজ্ঞাসাবাদ করা হয়। এখানেই শেষ নয় এর আগে তাঁর বিশেষ বান্ধবী বৈশাখীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। আর তার পরে নারদার টাকা শোভনবাবুর কাছ থেকে কীভাবে হস্তান্তর হয়েছে, টাকা শোভনবাবু নিজের কাছে রাখেন, না রত্না দেবীকে দেন? নাকি সম্পূর্ণ অন্য কারও কাছে যায় ওই টাকা? সূত্রের খবর, এর আগে রত্না দেবীকে জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছিল শ্রেয়ার নাম আর এই সব নিয়েই বড়সড় ধন্দে পড়েছেন ইডির আধিকারিকরা। যে কারণে ফের তদন্তের স্বার্থে এনাদেরকে ডেকে পাঠানো হয়েছে ইডির তরফ থেকে।

এই নিয়ে রত্নাদেবী জানান যে, তাঁর কাছে দু’টি তথ্য চেয়েছে ইডি। তিনি তদন্তে সহযোগিতা করবেন। অন্যদিকে শ্রেয়া পান্ডে জানান, ইডির তলবের বিষয়ে কিছুই জানেন না। আপাতত তিনি বিদেশে।

আর রাজনৈতিকমহলের দাবি এই যে এই জিজ্ঞাসাবাদে উঠে আসতে পারে আরো অনেকের নাম যার ফলে চাপ বাড়ছে বই কমছে না রাজ্যের প্রভাবশালীদের। এখন কি হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!