এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একাধিক বিষয় নিয়ে টান টান উত্তেজনা বিধানসভার প্রথম বাজেট অধিবেশনে

একাধিক বিষয় নিয়ে টান টান উত্তেজনা বিধানসভার প্রথম বাজেট অধিবেশনে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ থেকে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে বিধানসভায়। অধিবেশন শুরু হওয়ার পূর্বে রীতি অনুযায়ী ভাষণ দেবেন রাজ্যপাল। রাজ্যপাল রাজ্য সরকারের তৈরি করে দেওয়া ভাষণ পাঠ করবেন কিনা? তা নিয়ে নানা সংশয় তৈরি হয়েছে। মন্ত্রিসভার পক্ষ থেকে রাজ্যপালের ভাষণের জন্য যে বয়ান তৈরি করে দেয়া হয়েছে, তার বিভিন্ন অংশ নিয়ে আপত্তি করেছেন রাজ্যপাল। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। যদিও তা নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, মন্ত্রিসভা থেকে যে বয়ান তৈরি করে দেওয়া হয়েছে, তাই পড়তে হবে রাজ্যপালকে। আজ দুপুরে রাজ্যপাল মন্ত্রিসভার তৈরি করে দেওয়া বয়ান পাঠ করেন? নাকি তার সংযোজন-বিয়োজন করেন? সেদিকেই সকলের কৌতুহল রয়েছে।

এদিকে রাজ্য ও রাজ্যপালের সংঘাত দীর্ঘসময়ের। সাংবিধানিক দায়িত্ব নেবার পর থেকেই রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। সম্প্রতি এই সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। আবার, রাজ্যপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে হাওয়ালা মামলায় জড়িত থাকার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, গতকাল তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় অভিযোগ করেছেন যে, রাজ্যপালের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের। এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে, মন্ত্রিসভার তৈরি করে দেওয়া ভাষণ না দিয়ে, রাজ্যের প্রকৃত অবস্থা তুলে ধরতে। এদিকে, এবারে বিধানসভাতে এই প্রথম বাম, কংগ্রেসের কোন প্রতিনিধি নেই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন বিধায়ক রয়েছেন।

অন্যদিকে, ৭৪ জন বিধায়ক রয়েছে বিজেপির। তৃণমূলের সমস্ত বিধায়ককে আজ বিধানসভায় উপস্থিত হবার নির্দেশ দেয়া হয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একসঙ্গে দেখা যাবে বিধানসভায়। একসময় বিরোধীদের বারবার আক্রমণ করতেন যে শুভেন্দু অধিকারী, এবার সরকারকে আক্রমণের দায়িত্ব নিয়েছেন তিনি। বিরোধী দলের নেতৃত্বে রয়েছেন তিনি। সব কিছু নিয়েই আজ টানটান উত্তেজনা রয়েছে বিধানসভার প্রথম বাজেট অধিবেশনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!