এখন পড়ছেন
হোম > অন্যান্য > একে দুর্যোগ, তায় দোসর বাজারের অগ্নিমূল্য, লক্ষ্মী পূজোর দিনেই একেবারে মাথায় হাত বাঙালির

একে দুর্যোগ, তায় দোসর বাজারের অগ্নিমূল্য, লক্ষ্মী পূজোর দিনেই একেবারে মাথায় হাত বাঙালির


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে কয়েকদিন ধরেই চলছে প্রাকৃতিক দুর্যোগ। আজ সকাল থেকে আরো বেড়েছে বৃষ্টির দাপট। রাজ্য জুড়ে চলছে বৃষ্টি। আগামী ২৪ ঘন্টার মধ্যে আবহাওয়ার উন্নতি ঘটবে, তেমন আশা কেউই করছেন না। এর মধ্যেই আমজনতার সমস্যা বাড়িয়ে তুলেছে বাজারের অগ্নিমূল্য। সবকিছু নিয়ে লক্ষ্মী পূজার দিনে একেবারে মাথায় হাত বাঙালির।

গতবছর করোনা সংক্রমণ অধিক থাকার কারণে লক্ষ্মী পূজার বাজার তেমন একটা জমে ওঠেনি, এবছর লক্ষ্মী পুজোর বাজার জমে উঠবে এমন আশা ছিল ব্যবসায়ীদের। কিন্তু একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে নিম্নচাপ লক্ষীপুজোর বাজার অনেকটাই মাটি করেছে। এই অবস্থার মধ্যে একদিকে যেমন লক্ষ্মী প্রতিমার দাম বেড়েছে, অন্যদিকে দাম বেড়েছে সমস্ত পূজোর সামগ্রীর, সেইসঙ্গে দাম বেড়েছে শাকসবজির, তাই বাজার করতে গিয়ে দিশেহারা অবস্থা বাঙ্গালির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যে কোন পূজারই অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ হলো ফল। ফলের দাম ব্যাপকভাবে বেড়েছে। কলকাতার একাধিক বাজারে আখের দাম ৫ থেকে ১০ টাকা প্রতি পিস্। ন্যাশপাতির কিলো প্রায় ১৫০ টাকার কাছাকাছি চলে গেছে, পেয়ারার কিলো চলে গেছে ১০০ টাকার কাছাকাছি। প্রায় দেড়শ টাকার কাছাকাছি চলে গেছে আপেল, শসা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রায় ৫০ টাকা কিলো দরে।

ফলের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে শাকসবজির। কলকাতার বিভিন্ন বাজারে টমেটোর দাম রয়েছে ৭০ থেকে ৮০ টাকা প্রতি কিলো, মটরসুটি বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা কিলো দরে, বেগুন চলে গেছে ৬০ থেকে ৭০ টাকা প্রতি কিলো, কোন কোন বাজারে পটলের দাম ৮০ টাকা থেকে ১০০ টাকায় চলে গেছে, পেঁয়াজকলির দাম চলে গেছে ২০০ টাকা প্রতি কিলোতে, পেঁয়াজের দাম চলে গেছে ৫০ টাকা প্রতি কিলো, নতুন আলুর কিলো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে।

তাই বাজার করতে গিয়ে নাজেহাল অবস্থা বাঙ্গালির। কেন এমন দুর্মূল্য হচ্ছে বাজার? এ প্রসঙ্গে অনেকে জানিয়েছেন যে, একদিকে যেমন করোনা সংক্রমণ রয়েছে, অন্যদিকে তেমনি জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বাড়ছে, আর এর সঙ্গে সঙ্গেই উপস্থিত হয়েছে নিম্নচাপ। রাজ্যজুড়ে বৃষ্টির কারণে বাজার আরো অগ্নিমূল্য হয়ে পড়েছে। এ বিষয়ে সরকারি পদক্ষেপের দাবি করেছেন অনেকেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!