এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একের পর এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ! পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল মমতার! বাড়ছে জল্পনা!

একের পর এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ! পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল মমতার! বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত রবিবার হুগলি জেলার আরামবাগ মহকুমার গোঘাটে বিজেপি কর্মী গনেশ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপারের বদলির দাবিতে বিশেষ ভাবে সরব হয় বিরোধী মহল। এরপরেই তাঁকে বদলির সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন।

সম্প্রতি আরামবাগের এসডিপিও নির্মল কুমার দাসকে সেখান থেকে বদলি করে তাকে মালদহের এসআরপি করে পাঠানো হচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, আরামবাগের বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের পর বিক্ষভের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, এটা একটা রুটিন বদলি ছাড়া আর কিছুই নয়। বেশ কিছু পুলিশ অফিসারের পদন্নতির কথা ছিল। এবার রাজ্য পুলিশের আইজির তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের বদলি কথা ঘোষণা করা হলো

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বারুইপুর পুলিশ জেলার এসপি রশিদ মুনির খানকে যাদবপুর ডিভিশনের ডিসি এসএসডি হিসেবে পাঠানো হবে। সেই সঙ্গে নিউটাউন জোনের ডিসি কে সেনকে বারুইপুর পুলিশ জেলার এসপি করে পাঠানো হবে।

আবার কোচবিহার জেলার এসপি এন সন্তোষকে দার্জিলিং জেলায় এসপি করে বদলি করা হচ্ছে। অন্যদিকে দার্জিলিং জেলার এসপি অমরনাথ কে করা হচ্ছে এসটিএফের এসপি। কোচবিহারের এসপি করে পাঠানো হচ্ছে মহম্মদ সানা আখতারকে।

আবার হুগলি জেলার এসপি তথাগত বসুকে বদলি করে পাঠানো হচ্ছে বিধাননগর কমিশনারেটের ডিসি নিউটাউন করে। বারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আমনদীপকে করা হচ্ছে হুগলি জেলার এসপি। অন্যদিকে ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল করা হচ্ছে শিলিগুড়ি এসটিএফের এসপি আশীষ মৌর্যকে। এভাবেই চারটি জেলার পুলিশ সুপারকে বদলি করে পুলিশ প্রশাসনে বিরাট রদবদল ঘটিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!