এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “এখন স্কুটারে ঘুরছেন। এরপর দিদিকে পায়ে হেঁটে ঘুরতে হবে।” – মুখ্যমন্ত্রীকে তীব্র হুঁশিয়ারি জে পি নাড্ডার

“এখন স্কুটারে ঘুরছেন। এরপর দিদিকে পায়ে হেঁটে ঘুরতে হবে।” – মুখ্যমন্ত্রীকে তীব্র হুঁশিয়ারি জে পি নাড্ডার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল সায়েন্স সিটিতে লক্ষ্য সোনার বাংলা অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্য সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রসঙ্গত, গতকাল জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কালীঘাট থেকে নবান্ন পর্যন্ত ই-স্কুটারে যাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার পথে নিজেই এই স্কুটার চালিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই অভিনব প্রতিবাদ কর্মসূচিকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী এখন স্কুটারে ঘুরছেন, পায়ে হেঁটেও ঘুরছেন। এরপর তাঁকে পায়ে হেঁটেই ঘুরতে হবে। কারণ, তিনি আগামী বিধানসভা নির্বাচনে পরাজিত হবেন।

গতকাল বৃহস্পতিবার লক্ষ সোনার বাংলা অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি নেতৃত্ব। গতকাল সায়েন্স সিটিতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন প্রাক্তন স্বাস্থ্য (শিক্ষা) অধিকর্তা প্রদীপ মিত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী প্রমুখরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের, রন্তিদেব সেনগুপ্ত প্রমুখরা। এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় বুদ্ধিজীবিদের নিয়ে। এই অনুষ্ঠানে রাজ্য সরকারকে তীব্রভাবে কটাক্ষ ও হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানালেন যে, তৃণমূল নেতাদের এবার ঘরে বসিয়ে রাখার সময় হয়ে এসেছে। মুখ্যমন্ত্রীর ভাষা ব্যবহার নিয়ে তীব্র কটাক্ষ করলেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী যে ভাষা ব্যবহার করেন, তা বাংলার সংস্কৃতি নয়। প্রধানমন্ত্রী সম্পর্কে খারাপ ভাষা ব্যবহার করেছেন তিনি। এমনকি তাঁর নামের পাশেও অনেক অলংকার বসিয়ে দিয়েছেন তিনি। তিনি প্রশ্ন করেছেন, মুখ্যমন্ত্রীর এত রাগ কেন?

তৃণমূলের নতুন স্লোগান ‘ঘরের মেয়ে’ নিয়েও কটাক্ষ করলেন তিনি। তিনি জানালেন যে, মমতা দিদি হলেন বাংলার দিদি, বাংলার মেয়ে, এতে তাঁদের কোনো আপত্তি নেই। কিন্তু বাংলার মেয়ে হলে সবার চিন্তা করা উচিত ছিল। তিনি প্রশ্ন করেছেন যে, মুখ্যমন্ত্রী সেটা করেছেন কি? তিনি জানালেন, পারিবারিক হিংসায় বাংলা সর্বোচ্চ। অ্যাসিড হামলায় রয়েছে শীর্ষ স্থানে বাংলা। সবচেয়ে বেশি মানুষ পাচার হয়ে থাকে বাংলায়। তিনি জানান, ১৩০ জন বিজেপি কর্মীকে রাজনৈতিক ভাবে হত্যা করা হয়েছে। বাংলার মেয়ে হলে এ বিষয়ে চিন্তা করার দরকার ছিল মুখ্যমন্ত্রীর।

সম্প্রতি মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে দ্রুত করোনার টিকা দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, প্রধানমন্ত্রী বলেছেন যে, ৫৯ বছরের বেশি বয়স্কদের টিকা দেয়া হবে। তবে অন্য টিকাও দেবেন তাঁরা। আয়ুষ্মান ভারতের টিকা দেওয়া বাকি আছে, সেটা দেবেন তাঁরা। প্রধানমন্ত্রী সম্মান নিধির টিকা দেবেন। তোলাবাজির বিরুদ্ধে টিকা দেবেন, চাল চোরের বিরুদ্ধে টিকা দেবেন। ত্রিপল চোরের বিরুদ্ধে টিকা দেবেন। একটা নয়, ৫ টা টিকা দেবেন তাঁরা। তিনি অভিযোগ করেছেন যে, গত ১০ বছরে পশ্চিমবঙ্গে কোন শিল্পই আসেনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!