এখন পড়ছেন
হোম > খেলা > কলকাতা ফুটবলে দাপিয়ে খেলা ইস্টবেঙ্গল ও ভারতের প্রাক্তন অধিনায়ক মাত্র ৪৯ বছরেই প্রয়াত হলেন!

কলকাতা ফুটবলে দাপিয়ে খেলা ইস্টবেঙ্গল ও ভারতের প্রাক্তন অধিনায়ক মাত্র ৪৯ বছরেই প্রয়াত হলেন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোমবার দুপুরে বেঙ্গালুরুতে হার্ট অ্যাটাকে মারা গেলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক কার্লটন চ্যাপম্যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। রবিবার রাতে চ্যাপম্যান বেঙ্গালুরুতে হাসপাতালে ভর্তি হন এবং সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একসময় চ্যাপম্যানের সহযোগী ব্রুনো কুটিনহো গোয়া থেকে পিটিআইকে জানিয়েছেন, “ব্যাঙ্গালোরের এক বন্ধু আমাকে ফোনে জানালেন যে চ্যাপম্যান আর আমাদের সাথে নেই । এত তাড়াতাড়ি ওঁর মৃত্যু হল ভাবতে পারছি না। চ্যাপম্যান সর্বদা খুশিতে থাকত এবং অন্যকে দুহাত ভোরে সাহায্য করত।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, মিডফিল্ডার চ্যাপম্যান ১৯৯৫ থেকে ২০০১ পর্যন্ত ভারতের হয়ে খেলেছিলেন। তার অধিনায়কত্বে, ভারতীয় দল ১৯৯৭ সালে সাফ কাপ জিতেছিল। ক্লাব পর্যায়ে তিনি ইস্টবেঙ্গল এবং জেসিটির হয়ে ম্যাথ কাঁপিয়েছেন। ১৯৯৩ সালে টাটা ফুটবল অ্যাকাডেমি ছেড়ে চ্যাপম্যান ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন এবং সে বছর কাপ উইনার্স টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় ইরাকি ক্লাব আল জাভরার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। ইস্টবেঙ্গল ওই ম্যাচ ৬-২ ব্যবধানে জিতেছিল।

তবে তিনি ১৯৯৫ সালে জেসিটি-র সাথে যুক্ত হয়ে তাঁর সেরা খেলাটা খেলেছিলেন। চ্যাপম্যান পাঞ্জাবের ক্লাবটির হয়ে মোট ১৪ টি ট্রফি জিতেছিলেন। এর মধ্যে ১৯৯৬-৯৭ সালে প্রথম জাতীয় ফুটবল লীগও (এনএফএল) রয়েছে। তিনি আইএম বিজয়ন এবং বাইচুং ভুটিয়ার সাথে একটি দৃঢ় কম্বিনেশন তৈরী করেছিলেন।

চ্যাপম্যান পরে এফসি কোচিতে যোগ দিয়েছিলেন। তবে মাত্র এক সিজনের পরেই পুনরায় ১৯৯৮ সালে কেবল ইস্টবেঙ্গলে যোগদান করেন। ইস্টবেঙ্গল তার নেতৃত্বে ২০০১ সালে এনএফএল জিতেছিল। তিনি ২০০১ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। এর পরে তিনি বিভিন্ন ক্লাবের কোচও ছিলেন। আজ সকলকে কাঁদিয়ে এই সদা হাস্যময় ফুটবলারটি মাত্র ৪৯-এই চলে গেলেন অমৃত লোকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!