এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সামনেই ভোট, বাড়ছে বিজেপি, তবু কর্মীসভায় অনুপস্থিত নেতারা, তৃণমূলের চিন্তা বাড়ছে

সামনেই ভোট, বাড়ছে বিজেপি, তবু কর্মীসভায় অনুপস্থিত নেতারা, তৃণমূলের চিন্তা বাড়ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা ভোটের ফলাফল খুব একটা ভালো হয়নি। কিন্তু সামনের বিধানসভা নির্বাচনে যাতে ভালো ফলাফল করা সম্ভব হয়, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তবে শাসকদলের বিধানসভা ভিত্তিক কর্মীশালায় অনেক তৃণমূল নেতার অনুপস্থিতি এখন ব্যাপক জল্পনা তৈরি করে দিচ্ছে।

সূত্রের খবর, এবার বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলনে উপস্থিত থাকতে দেখা গেল না কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অনেক গ্রাম পঞ্চায়েতের সদস্যকে। ফলে দলে যে যথেষ্ট ঐক্যের অভাব রয়েছে, সেই ব্যাপারটি কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের কাছে।

জানা গেছে, রবিবার হাঁসখালি সমবায় বিদ্যাপীঠ স্কুলে কৃষ্ণগঞ্জ বিধানসভার কর্মী সম্মেলন আয়োজন করা হয়। কিন্তু সেখানে অনেক নেতা-নেত্রীকে অনুপস্থিত থাকতে দেখা যায়। অনেকে বলছেন, এই হাঁসখালি ব্লকের তৃণমূলের গোষ্ঠী কোন্দল তেমন আকার ধারন না করলেও কৃষ্ণগঞ্জ এলাকায় বারবার শাসকদলের গোষ্ঠী কোন্দল সামনে এসেছে।

যেখানে বর্তমান ব্লক সভাপতি লক্ষন ঘোষ চৌধুরীর সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতির বিভাগ কারো অজানা নয়। আর এবার কর্মী সম্মেলনে সেই পঞ্চায়েত সমিতির সভাপতির অনুপস্থিতির গোষ্ঠীদ্বন্দ্বতেই সীলমোহর দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেরই প্রশ্ন, তাহলে কি তৃণমূলের গোষ্ঠী কোন্দল এখনও মেটেনি? তাই অনেক নেতা নেত্রী এই গুরুত্বপূর্ণ কর্মী সভায় অনুপস্থিত থাকলেন!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার বলেন, “কো-অর্ডিনেটর হোয়াটসঅ্যাপে একটি চিঠি পাঠিয়ে দায় সেরেছেন। আর ব্লক সভাপতি কিছু বলেননি। এত বড় একটা কর্মসূচিতে কেউ না ডাকলে আমরা কিভাবে যাই।” অন্যদিকে এই ব্যাপারে গত বিধানসভা উপ নির্বাচনে পরাজিত প্রার্থী প্রমথরঞ্জন বসু বলেন, “আমি নিজে অশোকবাবুকে একাধিকবার ফোন করে আসার জন্য অনুরোধ করেছি। চিঠিও দিয়েছি। তার পরেও কেন এলেন না, বুঝতে পারছি না।”

তবে বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে চাঙ্গা করতে তৃণমূলের পক্ষ থেকে এই কর্মীসভা করা হলেও, সেখানে একাধিক নেতা নেত্রীর অনুপস্থিতি দলের গোষ্ঠী কোন্দলকেই তীব্র করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন তৃণমূল তাদের এই গোষ্ঠী কোন্দলকে আটকাতে কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!