এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “মুখ্যমন্ত্রীর কাজ মানুষ মনে রাখবে, আর ভোটের বাক্সে তার জবাব দেবে”, বিস্ফোরক বিজেপি নেতা

“মুখ্যমন্ত্রীর কাজ মানুষ মনে রাখবে, আর ভোটের বাক্সে তার জবাব দেবে”, বিস্ফোরক বিজেপি নেতা


রাজ্য রাজনীতিতে যত দিন গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টির লড়াই। আর সেই লড়াইয়ে তৃণমূল নেত্রীকে তীব্র আক্রমনের ঝাঁঝে বেশি করে বিধ্বস্ত করতে দেখা যাচ্ছে, একদা তাঁরই প্রাক্তন সৈনিকদের। আর এবার ফের ফের তৃণমূল সরকার সহ নেত্রীকে বিঁধলেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমান বিজেপি নেতা অনুপম হাজরা। প্রসঙ্গত, গতকাল তৃণমূল সরকার ৯ বছর পূর্ণ করলো, আর তারই পরিপ্রেক্ষিতে এককালের তৃণমূলের সৈনিক এই নিয়ে মুখ খুললেন।

এদিন বোলপুরের প্রাক্তন সাংসদ তথা পেশায় অধ্যাপক অনুপম হাজরা দাবি করেন যে, মানুষ যদি ভোট দিতে পারে তাহলে ২০২১-এ ফের পরিবর্তন। এদিন প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপমবাবু বিস্ফোরকভাবে দাবি করেন যে, “চাল চুরি আর লাশ চুরি মানুষ ভুলবে না।” রীতিমত আক্রমনাত্মক মেজাজে তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রীর কাজ মানুষ মনে রাখবে, আর ভোটের বাক্সে তার জবাব দেবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা অনুগত সৈনিক তথা বিগত লোকসভা নির্বাচনে যাদবপুরের বিজেপি প্রার্থী এদিন বলেন যে, “২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা দেখে অনেকেই বলেছিলেন তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন মুখ্যমন্ত্রী থাকবেন। সেসময় তাঁকে সততার প্রতীক বলে অ্যাখ্যা দেওয়া হত। নয় বছরেই তৃণমূলের ইমেজ তলানিতে গিয়ে ঠেকেছে।”

কেননা তাঁর মতে, “বর্তমান তৃণমূল বলতে মানুষ বোঝে চাল চোর, রেশন চোর ও লাশ চোর। প্রথমেই করোনা আক্রান্তদের নিয়ে কারচুপি শুরু।” করোনা আক্রান্তের সংখ্যা লুকানো, বিরোধীদলকে ত্রাণ বিলি করতে বাধা এইসব করে নিজের ইমেজ নষ্ট করছেন মুখ্যমন্ত্রী বলে দাবি করেন বিজেপি নেতা। প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম হাজরা বিস্ফোরকভাবে দাবি করেন, মুখ্যমন্ত্রী ত্রাণ পাঠাচ্ছেন, অন্যদিকে ত্রাণ চুরি করে নিচ্ছে তাঁর ভাইরা।

অনুপম হাজরা এদিন আরো দাবি করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা ছাড়া কিছু করেন না। ফলে করোনার সংখ্যা লুকনোর পিছনেও কারণ আছে। এছাড়া প্রশাসনকে বিকলাঙ্গ করে রাখা, বড় বড় চ্যানেলকে নিজের হাতের তালুতে রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেও অভিযোগ করেছেন তিনি। আর এরপরেই ইঙ্গিতবাহীভাবে তিনি জানান, তবে এত করেও কাজ হবে না, সোশ্যাল মিডিয়ার জন্যই বিপাকে পড়ে গিয়েছে তৃণমূল। অনেক কুকীর্তি ফাঁস হয়ে যাচ্ছে। তাই আর ২০২১-এর ভোটে নিষ্কৃতি নেই তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!