এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহেই এবার মুখ্যমন্ত্রীর ঘুম ওড়াতে চলেছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা! বাড়ছে জল্পনা

করোনা আবহেই এবার মুখ্যমন্ত্রীর ঘুম ওড়াতে চলেছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা! বাড়ছে জল্পনা


দীর্ঘদিন ধরেই প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরিপ্রার্থীদের সঙ্গে রাজ্য সরকারের একটা মতান্তর চলছিলই। দীর্ঘদিন পর ঠিক ছিল, আগামী কিছুদিনের মধ্যেই টেট পরীক্ষা আবার হবে কিন্তু করো না সমস্ত হিসেব পাল্টে দিয়েছে। মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাই আটকে গেছে, সেই জায়গায় টেট পরীক্ষার্থীদের পরীক্ষা কবে হবে, তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই কোন দিশা দেখাতে পারছে না রাজ্য সরকার। এই পরিস্থিতিতে এবার দীর্ঘদিনের সমস্যা মেটাতে প্রাইমারি টেট প্রার্থীরা আগামী 15 ই মে সকাল 10 টা থেকে বিকেল পাঁচটার মধ্যে নিজের নিজের বাড়িতে থেকে প্রতিবাদ জানাবেন বলে জানা গেছে।

তাঁরা তাঁদের প্রতিবাদ সফল করতে সাহায্য নেবে সোশ্যাল মিডিয়ার। যে কোন কাগজে নিজেদের দাবী লিখে নিজের নিজের ছবি তুলে নিজেদের ফেসবুক টাইমলাইন বা ফেসবুক গ্রুপে পোস্ট করা হবে বলে জানা গেছে। দীর্ঘদিনের প্রাইমারি টেট পরীক্ষা নেওয়ার এবার সেই দাবিকে কার্যকর করতেই চাকরিপ্রার্থীরা এহেন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। করোনা কাণ্ডের আগেই ফেব্রুয়ারি মাসের শেষদিকে রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছিল, আগামী পুর ভোটের পরেই প্রাথমিকের টেট পরীক্ষা হতে চলেছে।

কিন্তু এর মধ্যেই উপস্থিত হয় দেশ তথা রাজ্যজুড়ে করোনা এবং তার ফলে পুর ভোট তো দূর, সামান্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে কি হবে তারই কোনো দিশা নেই, প্রাথমিকের টেট পরীক্ষা তো অনেক দূর। প্রসঙ্গত এখনো অব্দি রাজ্যে দুই দফায় প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে। রাজ্যসভার প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল 2015 সালে। এরপর একাধিক বিতর্ক থাকলেও 2016 সালে সেই টেট পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। কিন্তু তারপর থেকে রাজ্যে আর কোনো প্রাথমিকের টেট পরীক্ষা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

2017 সালের অক্টোবর মাসে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করলেও প্রাথমিক শিক্ষক নিয়োগের শূন্য পদের নির্দিষ্ট তথ্য না থাকার দরুণ সেই টেট পরীক্ষা নেওয়া যায়নি বলে জানানো হয়েছিল স্কুল শিক্ষা দপ্তর থেকে। এবার নতুন করে প্রাইমারি টেট পরীক্ষার জন্য তৎপরতা শুরু হয়েছিল। ঠিক ছিল, পুজোর আগেই পুরো প্রক্রিয়া শেষ করা হবে। কিন্তু এই মুহূর্তে সেই পরীক্ষা কবে হবে তা নিয়ে কোনো খবর নেই। আপাতত রাজ্য সরকারের দৃষ্টি নিজেদের দিকে ঘোরাতে আগ্রহী পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষক চাকরিপ্রার্থীরা।

আর সে কারণে আগামী 15 ই মে পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষক চাকরিপ্রার্থী মঞ্চ থেকে ঘরে বসে প্রতিবাদ জানানোর যে অভিনব পন্থা নেওয়া হয়েছে তা নিয়ে খুব স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, করোনা পরিস্থিতির জেরে এই মুহূর্তে রাজ্যের আর্থিক অবস্থা বড়ই বেহাল। এই পরিস্থিতিতে নতুন করে নিয়োগ করে চাকরিপ্রার্থীদের মাইনে দিতে গেলে রাজ্য সরকার কার্যত যে অসুবিধার সম্মুখীন হবে তা বলাইবাহুল্য। আপাতত দুই তরফের দৃষ্টিভঙ্গি থেকে কোন সমাধানসূত্র বেরোয় কিনা সেদিকে লক্ষ্য রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!