এখন পড়ছেন
হোম > জাতীয় > পরীক্ষার্থীদের ফিরিয়ে আনতে নয়া কর্মসূচি ঘোষণা করল সরকার! নির্দেশ রাজ্যকে!

পরীক্ষার্থীদের ফিরিয়ে আনতে নয়া কর্মসূচি ঘোষণা করল সরকার! নির্দেশ রাজ্যকে!


করোনা ভাইরাসকে আটকাতে বর্তমানে চতুর্থ দফার লকডাউন চলছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কেউ জানেন না। তবে এই লকডাউনের ফলে সবথেকে বেশি বিপদে পড়েছিলেন ভিন রাজ্যে বিভিন্ন সূত্রে যাওয়া ব্যক্তিরা। শ্রমিক হোক বা পরীক্ষার্থী, প্রত্যেকেই সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছিলেন, অবিলম্বে তাদের যেন বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়। সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

এবার পরীক্ষার্থীদের নিয়ে আসার উদ্যোগ নেয়া হল সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন যে, পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া এবং আশা এটা করতে হবে রাজ্য সরকারকেই। বস্তুত, ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে দশম শ্রেণীর বাকি পরীক্ষা পয়লা জুলাই থেকে এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা 15 জুলাই থেকে নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর এই ব্যাপারে বুধবার একটি টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে তিনি বলেন, “পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের মধ্যেও দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ করা হবে। তার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে ব্যবস্থা করতে হবে। সেই বাসে করে পরীক্ষার্থীদের নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে, আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে।” জানা গেছে, লকডাউনের কারনে গত মার্চ মাস থেকেই বিভিন্ন বোর্ডের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল স্কুল কলেজ। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে পরীক্ষার্থীরা তাদের বাকি পরীক্ষা দিতে পারবেন, তা নিয়ে চিন্তা তৈরি হয়েছিল শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে।

অবশেষে চতুর্থ দফায় যখন কিছুটা পরিস্থিতি শিথিল করা হয়েছে, ঠিক তখনই সেই পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আর এমত পরিস্থিতিতে সেই পরীক্ষা দেওয়া ছাত্র-ছাত্রীদের জাতি রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়, তার জন্য প্রতিটি রাজ্যকে নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এখন রাজ্যগুলো এই ব্যাপারে কি উদ্যোগ গ্রহণ করে, তার দিকে নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!