এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ফালাকাটা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হচ্ছেন কে? চার নাম নিয়ে দলের মধ্যেই শুরু তীব্র জল্পনা

ফালাকাটা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হচ্ছেন কে? চার নাম নিয়ে দলের মধ্যেই শুরু তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে সামনেই রয়েছে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের কাছেই ফালাকাটা বিধানসভার উপনির্বাচন কার্যত অ্যাসিড টেস্ট হিসেবেই গণ্য হবে। ইতিমধ্যেই তৃণমূল থেকে শুরু করে বিজেপি প্রায় প্রতিটি রাজনৈতিক দল ফালাকাটায় জয়লাভ করতে নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে কোন দলের থেকে কে প্রার্থী হবে, তা অবশ্যই লক্ষণীয় বিষয় রাজনৈতিক মহলের কাছে। আর এই পরিস্থিতিতে আগামী ফালাকাটা বিধানসভা উপনির্বাচনের আগে এবার বিজেপির প্রার্থী নিয়ে গেরুয়া শিবিরের অন্দর মহলে তীব্র জল্পনা ছড়িয়ে পড়ল।

জানা গেছে, ফালাকাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে চার নাম নিয়ে তীব্র জল্পনা চলছে। যার মধ্যে রয়েছেন দীপক বর্মন, রনজিত রায়, হেমন্ত কুমার রায় এবং নারায়ণ মন্ডল।তৃণমূল থেকে শুরু করে বামফ্রন্ট, কংগ্রেস প্রায় প্রত্যেকেই তাকিয়ে আছে বিজেপির তরফে কাকে প্রার্থী করা হয়। কেননা অতীতে হেমন্তবাবু এবং নারায়নবাবু দুজনেই প্রার্থী হয়েছিলেন। কিন্তু তারা পরাজিত হয়েছিলেন। তাই উপনির্বাচনের দিকে তাকিয়ে সেই সমস্ত অভিজ্ঞ মুখকেই প্রার্থী করা হবে, নাকি নতুন কাউকে প্রার্থী করবে ভারতীয় জনতা পার্টি, তা অবশ্যই গুঞ্জন সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।

এদিন এই প্রসঙ্গে হেমন্তবাবু বলেন, “আমাকে প্রার্থী চেয়ে কে আওয়াজ দিচ্ছে জানি না। দল যাকে প্রার্থী করবে, সবাইকে কিন্তু তা মেনে নিতে হবে।” এদিকে কট্টর আরএসএস কর্মী হিসেবে পরিচিত দীপকবাবু প্রার্থী হতে পারেন বলে জল্পনা চলছে। তবে বুদ্ধিজীবী মহলে দীপকবাবুর ভাবমূর্তি ভালো থাকলেও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে তার যথেষ্ট ঘাটতি আছে বলে দাবি একাংশের। তাই তাকে বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী করবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এদিন এই প্রসঙ্গে দীপকবাবু বলেন, “রাজনীতিতে বহিরাগত অস্ত্র ভোতা হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীও বারানসি কেন্দ্রে দাঁড়িয়ে ছিলেন। তাছাড়া উপনির্বাচনে কে প্রার্থী হবেন, তা আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে রনজিতবাবু 2017 সালে সিপিএম ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখানোর পর থেকেই তিনি বিজেপিতে দিনকে দিন তার প্রভাব বাড়াতে শুরু করেছেন। তাই তার মত ব্যক্তিত্বকেও এবার বিজেপি বামের ভোট নিয়ে আসার জন্য কাজে লাগাতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে নমঃশূদ্র সম্প্রদায় প্রতিনিধি হিসেবে পরিচিত নারায়নবাবু গত 2016 সালের বিধানসভা ভোটে বিজেপির হয়ে টিকিট পেলেও, তিনি শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন। তাই এহেন পরাজিত প্রার্থী যদি আবার নির্বাচনে দাঁড়ান, তাহলে তাকে দলের নিচুতলার কর্মী-সমর্থকরা কতটা মেনে নেবেন, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

সব কিছু মিলিয়ে ফালাকাটা বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করতে বিজেপির অন্দরে চার নাম নিয়ে জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত বিজেপি কাকে প্রার্থী করে, তা অবশ্যই দেখার বিষয় সকলের কাছে। তবে এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “প্রার্থী পদের দাবিদার যে কেউ হতে পারে। কিন্তু চূড়ান্ত প্রার্থী ঠিক করবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।” এখন ফালাকাটা বিধানসভা উপনির্বাচনে বিজেপি কাকে প্রার্থী করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!