এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ফের ট্যুইট, কৈলাস- মুকুলের পর তথাগতর নিশানায় শুভেন্দু, অন্তর্কলহে জেরবার বিজেপি!

ফের ট্যুইট, কৈলাস- মুকুলের পর তথাগতর নিশানায় শুভেন্দু, অন্তর্কলহে জেরবার বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভোটে ভরাডুবির পর থেকেই রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার সোচ্চার হতে দেখা যাচ্ছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়কে। সম্প্রতি মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তাকে “ট্রয়ের ঘোড়া” বলে আক্রমণ করেছেন তিনি। পাশাপাশি একটি বিজেপি কর্মীর টুইটকে হাতিয়ার করে কৈলাশ বিজয়বর্গীকেও যাতে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলে শামিল করেন, সেই ব্যাপারে বিস্ফোরক করতে দেখা গেছে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপালকে।

স্বাভাবিক ভাবেই তার এই ধরনের বেলাগাম টুইটকে কেন্দ্র করেই অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করেছিল। আর এবার ভোটের ফলাফল প্রকাশের পর যখন হিংসার ঘটনা বাড়তে শুরু করেছে, তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানানো সত্ত্বেও তিনি কোনো উত্তর দেননি বলে একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন দিবাকর দেবনাথ নামে এক বিজেপি কর্মী। আর সেই ছবি স্ক্রিনশট করে টুইট করতে দেখা গেল বিজেপি নেতা তথাগত রায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বিজেপি কর্মী দিবাকর দেবনাথ হোয়াটসঅ্যাপে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলা একটি স্ক্রিনশট টুইট করেন। যেখানে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারীকে বিজেপি কর্মী বলেন, তিনি কিছু কথা বলতে চান। তবে হোয়াটসঅ্যাপে সেই বিজেপি কর্মী মেসেজ করা সত্ত্বেও, তা দেখে তার কোনো উত্তর দেননি শুভেন্দু অধিকারী।

আর এরপরই দলের নেতারা তাদের কথা শুনতে চাইছেন না বলে অভিযোগ করেন সেই বিজেপি কর্মী। আর সেটাই রিট্যুইট করে ভাইরাল করে দেন বিজেপি নেতা তথাগত রায়। যার ফলে একজন বিজেপি কর্মীর অভাব- অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ায় গেরুয়া শিবিরের রাজ্য নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারী যে যথেষ্ট চাপের মুখে পড়ে গেলেন, তা বলার অপেক্ষা রাখে না।

পর্যবেক্ষকরা বলছেন, এই প্রথম নয়। এর আগেও ভোটে ভরাডুবির পর থেকে একাধিক ইস্যুতে টুইট করে বা কর্মীদের অভাব-অভিযোগকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়কে। যা গেরুয়া শিবিরের অস্বস্তি ক্রমশ বাড়িয়ে দিয়েছে। এমনকি বিজেপি নেতৃত্বের সঙ্গে তার মনোমালিন্য সামনে এনে দিয়েছে। এমনিতেই বিজেপি এবারের নির্বাচনে তাদের লক্ষ্যে পৌঁছতে পারেনি।

বর্তমান পরিস্থিতিতে একের পর এক নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা ঘাসফুল শিবিরে পা বাড়াতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। আর তার মাঝেই শুভেন্দু অধিকারীকে নিজের কথা জানানোর পরেও কথা না বলার অভিযোগ করে একটি টুইট করেছেন এক বিজেপি কর্মী। আর সেই টুইটকে হাতিয়ার করেই তা ভাইরাল করে দিয়ে শুভেন্দুবাবু এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বকে চাপে ফেলে দিলেন তথাগত রায়। যার ফলে গেরুয়া শিবির যে এখন যথেষ্ট ব্যাকফুটে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না‌। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!