এখন পড়ছেন
হোম > জাতীয় > ফেডারেল ফ্রন্ট ভাঙার মাস্টারপ্ল্যান তৈরী, ‘ভারতরত্নই’ দিয়েই কি হবে ‘মুশকিল আসান’?

ফেডারেল ফ্রন্ট ভাঙার মাস্টারপ্ল্যান তৈরী, ‘ভারতরত্নই’ দিয়েই কি হবে ‘মুশকিল আসান’?


কাঁসিরামকে ভারতরত্ন দিয়ে বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীকে দলে টানতে চাইছে বিজেপি|। সূত্রের খবর অনুযায়ী, এই সম্পর্কে দলের সঙ্গে যোগাযোগও চলছে মায়াবতীর| মায়াবতীর ঘনিষ্ঠ অনুগামী তথা রাজ্যসভার সদস্য সতীশ মিশ্রর সাথেই এই কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে| এছাড়াও তাজ করিডোর মামলা, মায়াবতীর ভাইয়ের বিরুদ্ধে চলা মামলা সম্পর্কে দুপক্ষের সঙ্গে আলোচনা হতে পারে বলে আন্দাজ করা হয়েছে|

অন্যদিকে উত্তরপ্রদেশে জোট বেধেছেন অখিলেশ, মায়াবতী, রাহুল। এই জোটের কারণে চিন্তিত গেরুয়া শিবির| তাই সেই জোটকে ভাঙতেই অমিত শাহের কৌশল মতো মায়াবতীকে দলে টানার চেষ্টা| প্রথম প্রস্তাব অনুযায়ী, বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা কাঁসিরামকে ভারতরত্ন দেওয়া হবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনায় হয়ে গিয়েছে বিএসপির রাজ্যসভার সদস্য সতীশ মিশ্রের সঙ্গে। তিনি জানিয়েছেন মোদী সরকার যদি কাঁসিরামকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত নেয় তাকে স্বাগত জানাবে বিএসপি। সূত্রের খবর অনুযায়ী মায়াবতীর বিরুদ্ধেও চলা তাজ করিডোর এবং হিসেব বহির্ভূত আয়ের মতো মামলার আলোচনা হতে পারে প্রয়োজনে| শুধু তাই নয়, মায়াবতীর ভাইয়ের বিরুদ্ধে ইডি এবং সিবিআই-এর চলা মামলা নিয়েও আলোচনায় বসতে রাজি বিজেপি|

অন্যদিকে আবার বিজেপি চাইছে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিসগড়ের নির্বাচনে বিএসপি একা লড়াই করুক| কারণ তাতে বেশি ভোট পাবে বিএসপি। সেক্ষেত্রে আসন সংখ্যাও বেড়ে যেতে পারে। যা কিনা জাতীয় দলের মর্যাদা পেতেও কাজে লাগতে পারে। তবে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য জোট গড়তে অনেক বেশি আসন দাবি করছে বিএসপি|

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

মায়াবতীও সুযোগ সদ্-ব্যবহার করেতে পিছু পা হচ্ছেন না| একদিকে উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনের জন্য যেমন বেশি আসন তিনি দাবি করছেন অখিলেশ-কংগ্রেসের কাছে, তেমনি অন্যদিকে বিজেপির সঙ্গে আলোচনা বজায় রেখেছেন মায়াবতী|

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!