গা-জোয়ারি করে ভোট নয় , কর্মী বৈঠকে কড়া প্রতিক্রিয়া মমতার মন্ত্রীর ! জেনে নিন! তৃণমূল রাজনীতি রাজ্য January 17, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অতীতে পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত, যে কোনো ভোটেই তৃণমূলের বিরুদ্ধে কারচুপি, জবরদখল ইত্যাদি করার অভিযোগ উঠেছিল। কিন্তু এবারের নির্বাচনে যে আর তেমনটা করা যাবে না, সেই ব্যাপারে অনেক দিন আগে থেকেই নানা প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা। আর এবার সেই ব্যাপারে দলীয় বৈঠকে কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যেখানে একজনের ভোট অন্যজন দিতে পারবেন না বলে জানিয়ে দিলেন তিনি। পাশাপাশি ভোটে কোনোরকম অশান্তি বা গোলমাল করলে দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন এই হেভিওয়েট মন্ত্রী। সূত্রের খবর, এদিন বিধাননগরে একটি বৈঠক করেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর সেখানেই সকলকে কড়া বার্তা দেন তিনি। এদিন এই প্রসঙ্গে বনমন্ত্রী বলেন, “সাধারণ মানুষের ভোট কেড়ে নেওয়া যাবে না। কেউ ভোট না দিলে সেই ভোট অন্য কেউ দিতে পারবেন না। কোনো কর্মী বা প্রার্থী গোলমাল করলে শাস্তিমুলক পদক্ষেপ গ্রহণ করবে দল।” স্বভাবতই হেভিওয়েট মন্ত্রী এই মন্তব্য করার পরেই নানা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, অতীতে যে নির্বাচনে সন্ত্রাস হয়েছে, তা কার্যত স্বীকার করে নিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর সেই কারণে এবার চাপে পড়ে ভবিষ্যতে যে এই রকম কাজ করা যাবে না, সেই কথা জানিয়ে দিলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -