এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গরুর দুধে সোনার দাবি উস্কে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপির রাজ্য সভাপতি

গরুর দুধে সোনার দাবি উস্কে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপির রাজ্য সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিপূর্বে গরুর দুধের সোনা আছে বলে দাবি করে প্রবল বিতর্ক সৃষ্টি করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেসময় তিনি জানিয়েছিলেন যে, গরুর দুধে সোনার ভাগ থাকার কারণেই দুধের রং সামান্য হলদেটে। দেশি গরুর কুঁজে যে নাড়ি থাকে, তাকে বলা হয় স্বর্ণনাড়ি। সূর্যের আলো পড়লে এই স্বর্ণনাড়ি থেকে সোনা তৈরি হয়। এই ধরনের গরুর দুধে থাকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা। সেসময় দিলীপ ঘোষের এই বক্তব্য যথেষ্ট বিতর্ক সৃষ্টি করেছিল। প্রবল কটাক্ষের মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। এবার, আবার এই ধরনের বক্তব্য রেখে বিতর্ক উস্কে দিয়েছেন দিলীপ ঘোষ।

গতকাল বিজেপির কিষান মোর্চার রাজ্য কমিটির বৈঠকে গরুর দুধে সোনার দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, এখন বাঙালিরা প্যাকেটের দুধ খেয়ে থাকেন। তাঁরা গরুর দুধ খান না। যাঁরা আসল দুধ খাননি, তারা গরুর দুধে সোনার দর কি করে বুঝবেন? এ প্রসঙ্গে তিনি আরও জানালেন যে, আগে যখন তিনি বলেছিলেন যে, গরুর দুধে সোনা পাওয়া যায়। তখন অনেকেই খুব সমালোচনা করেছিলেন তাকে। কিন্তু যারা আসল দুধ খাননি, তারা সোনার দর কি করে বুঝবেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি আরও জানালেন যে, পুষ্টির জন্য দুধ খাওয়া প্রয়োজন। বিশেষ করে শিশুদের পুষ্টির জন্য দুধ খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু বাঙালিরা আজ কাল প্যাকেটের দুধ খান, গরুর দুধ তারা খান না। হজমের সমস্যা বেশি থাকার কারণে অনেকেই দুধ ছাড়া লাল চা খেয়ে থাকেন। যারা আসল দুধ খান নি, তারা গরুর দুধে সোনার দর কি করে বুঝবেন?এভাবেই, গরুর দুধে সোনার তথ্য উত্থাপন করে ফের বিতর্কর সৃষ্টি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তাঁকে কটাক্ষ করে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন যে, দিলীপ ঘোষকে তিনি অনুরোধ করছেন যে, সোনা দেওয়া গরুকে তাঁর কাছে পাঠিয়ে দিতে। গবেষণা করে তা দেখা যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!