এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া শিবিরের অস্বস্তির কাঁটা শোভন-বৈশাখী, পদ দিয়েও সক্রিয় করা গেলনা

গেরুয়া শিবিরের অস্বস্তির কাঁটা শোভন-বৈশাখী, পদ দিয়েও সক্রিয় করা গেলনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ সময় পর শোভন চট্টোপাধ্যায়কে তুষ্ট করতে এবং তাঁকে সক্রিয় করতে বিজেপির পক্ষ থেকে শোভন এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে সম্প্রতি। আর তারপরেই বিজেপি নেতৃত্ব থেকে ঠিক করা হয়েছিল আজকে কলকাতায় এক মেগা রোড শো করা হবে। এই মেগা রোড শো নিয়েও বহু টানাপোড়েনের পর কলকাতা পুলিশের অনুমতি পাওয়া যায়। কিন্তু অস্বস্তির কাঁটা রয়েই গেল। সবকিছু শর্ত পূরণ করার পরেও দেখা গেল, মিছিলে অনুপস্থিত শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়ে দিয়েছিলেন, তিনি ব্যক্তিগত কারণে মিছিলে উপস্থিত হতে পারবেন না। কিন্তু সময় গড়াতে দেখা গেল বৈশাখীকে অনুসরণ করে শোভনও অনুপস্থিত। শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতেও শনিবার রাতে বিজেপির কর্তাব্যক্তিরা বৈঠক করেছেন এই মেগা রোড শো নিয়ে। কিন্তু তাঁরাও ঘুণাক্ষরে টের পাননি শোভন-বৈশাখীর মনের কথা। মূলত একুশের বিধানসভা নির্বাচনের আগে সামনে আসছে কলকাতাসহ রাজ্যের পুরসভা নির্বাচন।

কলকাতা পুরসভার নির্বাচনের পরিপ্রেক্ষিতে শোভন-বৈশাখীকে সামনে রেখেই গেরুয়া শিবির লড়াইয়ে নামতে চাইছে। কিন্তু যেভাবে মিছিলের মূল আকর্ষণ শোভন-বৈশাখী অনুপস্থিত থাকলেন, তাতে রীতিমতো অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের। গত 27 ডিসেম্বর শোভন চট্টোপাধ্যায়কে বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি বৈশাখীকেও করা হয় সহ-আহ্বায়ক। একই সাথে শঙ্কুদেব পান্ডাকেউ সহ আহ্বায়ক করা হয় এবং দেবজিত সরকারকে আহ্বায়ক করা হয়। পুরসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে শোভন-বৈশাখী ছিল এদিন মিছিলের মূল আকর্ষণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গী, দেবজিৎ সরকাররা মিছিলে থাকলেও দেখা গেল মিছিলে অনুপস্থিত শোভন এবং বৈশাখী। অন্যদিকে সূত্রের খবর, ব্যক্তিগত কারণে বৈশাখী বন্দ্যোপাধ্যায় রোড শোতে না থাকার কথা বললেও জানা যাচ্ছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে রোড শোতে থাকার আমন্ত্রণ জানানো হয়নি। ফলস্বরূপ শোভন-বৈশাখী এদিন রোড শোতে উপস্থিত হননি। রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে, বরাবরের মতো এবারও শোভন বৈশাখীকে সমান গুরুত্ব দেওয়া না দেওয়ার কারণে বিজেপির কর্মসূচিতে শোভন চট্টোপাধ্যায় যোগদান করলেন না।

সূত্রের খবর, মঙ্গলবার বিজেপির সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন। আপাতত স্পষ্ট, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় বরাবরের মত দলের দলীয় কর্মসূচিতে উপস্থিত না হওয়ার দরুণ উপেক্ষিত হওয়াকেই কারণ হিসেবে দাঁড় করাবেন। বিশেষজ্ঞদের মতে, শোভন-বৈশাখী যদি দলে থেকে এরকম নিষ্ক্রিয় থাকেন, তাহলে গেরুয়া শিবির পুরসভার মুখ হিসেবে শোভন চট্টোপাধ্যায়কে সামনে আনার যে সিদ্ধান্ত নিয়েছে, তা কিন্তু অচিরেই ধাক্কা খাবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!