এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “ঘাসফুল রোদে শুকিয়ে গেছে। বীরভূমের চারিদিকে দেখা যাচ্ছে পদ্মফুলের ঝান্ডা।” – অনুব্রত গড়ে গিয়ে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

“ঘাসফুল রোদে শুকিয়ে গেছে। বীরভূমের চারিদিকে দেখা যাচ্ছে পদ্মফুলের ঝান্ডা।” – অনুব্রত গড়ে গিয়ে হুঁশিয়ারি দিলীপ ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের গড়ে গিয়ে তাঁকে একাধিক কটাক্ষ ও হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিলেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। বীরভূম থেকে দিলীপ ঘোষ জানালেন, ঘাসফুল রোদে শুকিয়ে গেছে। বীরভূমের চারদিকে এখন দেখা যাচ্ছে পদ্মফুলের পতাকা। অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে তিনি জানালেন, মোটা নেতার কোন আওয়াজ পাওয়া যাচ্ছে না। তাঁর মুখে সাইলেন্সার লাগিয়ে দেয়া হয়েছে।

আজ সকালে বীরভূমে চায় পে চর্চার আসরে যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। চায় পে চর্চার আসর থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে একাধিক কটাক্ষ ও হুঁশিয়ারি দিলেন তিনি। তিনি জানান, বিজেপিকে আটকানোর অনেক চেষ্টা করেছে তৃণমূল।

কিন্তু বিজেপি কর্মীদের মনোবলের কাছে তৃণমূল হেরে গেছে। আজ আর তৃণমূলের কোনো নেতা নেই, কোন ঝান্ডা নেই। আজ শুধু বিজেপির ঝান্ডা দেখা যাচ্ছে। এরপর তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন, “যা করেছো যা খেয়েছো ভদ্রলোক হয়ে যাও না হলে ২ তারিখের পর হিসাব নেব।” কোন নেতা, পুলিশ তাঁদের বাঁচাতে পারবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনুব্রত মন্ডলকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, মোটা নেতার কোন আওয়াজ আজ আর শোনা যাচ্ছে না। তাঁর মুখে সাইলেন্সার লাগিয়ে দেয়া হয়েছে। জঙ্গলমহলে একটি আসনও দেওয়া হবেনা তৃণমূলকে। বীরভূমের লোকেদের অধিকার ফিরিয়ে দেবে বিজেপি। এ কারণেই তাঁরা রাস্তায় নেমেছেন।

তিনি জানালেন, ৬ দফা নির্বাচনে ১৬০ টি আসন বিজেপি পেয়ে গেছে। কিন্তু বিজেপির টার্গেট হলো ২০০ টি আসন। তিনি চান, বীরভূমের ১১ টি আসনের মধ্যে ১১ টিই বিজেপির হস্তগত হোক। মানুষ যে পরিবর্তন আনবেন, তা অনেক আগে থেকেই স্থির করে ফেলেছেন তাঁরা।

বিজেপির রাজ্য সভাপতি জানালেন, মুখ্যমন্ত্রী(দিদি)র একটা ভাইকেও বাড়িতে থাকতে দেয়া হবে না। লোকসভা ভোটের সময় অনেক জায়গায় তাঁকে সভা করতে দেয়া হয়নি। কিন্তু তাঁরা বিরোধীশূন্য গণতন্ত্র চান না। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি জানালেন, আজ দিদিমণি ভয় পেয়ে গেছেন। মুখ্যমন্ত্রীর ধমকানি, চমকানিতে আর কেউ ভয় পাচ্ছে না।

মানুষ ঠিক করে ফেলেছেন যে, তাঁরা ভোটে কি করবেন? বীরভূমে ২৯ তারিখ শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। কোন গুন্ডা, বদমাইশ এর ওষুধ সেদিন কাজ করবে না। এবারের নির্বাচন হলো পরিবর্তনের নির্বাচন। বিজেপির দলীয় কর্মীদের আনন্দে ভোট দান করার নির্দেশ দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!