এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “গিরিরাজ সিংয়ের কাছে পাঠাচ্ছি” তৃণমূলের চাপ বাড়িয়ে হুঙ্কার সুকান্তর!

“গিরিরাজ সিংয়ের কাছে পাঠাচ্ছি” তৃণমূলের চাপ বাড়িয়ে হুঙ্কার সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের দুর্নীতি নিয়ে মাঝেমধ্যেই সোচ্চার হতে দেখা যায় ভারতীয় জনতা পার্টিকে। পঞ্চায়েতে 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে এবার সাংবাদিক বৈঠকে গোটা বিষয় নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, গোটা বিষয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে তথ্য পাঠাবেন বলেও জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

 

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “100 দিনের কাজে তো বাংলা এগিয়ে বলা হয়। আমার কাছে তথ্য রয়েছে, 2017 সালে একজন মারা গিয়েছেন, তিনি 2019 সালে 100 দিনের কাজ করে টাকা পাচ্ছেন। এটাই তো 100 দিনের কাজে বাংলা সেরার নমুনা। আমি এই তথ্য গিরিরাজ সিংহের কাছে পাঠাচ্ছি।” অর্থাৎ বাংলায় যে 100 দিনের কাজে বেনিয়ম হয়েছে, সেই বিষয়টি তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!