এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েত নির্বাচনের আগেই বাংলায় অস্ত্র মজুত, ভয়াবহ তথ্য ফাঁস!

পঞ্চায়েত নির্বাচনের আগেই বাংলায় অস্ত্র মজুত, ভয়াবহ তথ্য ফাঁস!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্ত্রের কারখানা গজিয়ে উঠেছে, বারবার এই অভিযোগ করতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে। এমনকি সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে বলেও নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে রাজ্যের আনাচে কানাচে আবার অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। আর এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে গোটা বিষয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প স্থাপনে উদ্যোগী হয়েছিলেন। এরপর তিনি উত্তরপ্রদেশে ইনভেস্ট করলেন। আর ওনার কথায় অনুপ্রাণিত হয়ে বাংলার কুটির শিল্পের জন্য পিস্তল, বোমা, বন্দুক বেশি করে তৈরি করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিতে অস্ত্র মজুত করা হচ্ছে।” একাংশের মতে, নির্বাচন আসলেই বাংলায় অশান্তি তৈরি হয় বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতির এই অভিযোগ অত্যন্ত মারাত্মক বলে মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!