এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > গণপিটুনিতে নিহত কর্মীর বাড়িতে মহামিছিল করে হাজির বিজেপি সাংসদ! উঠে গেল বড়সড় প্রশ্ন

গণপিটুনিতে নিহত কর্মীর বাড়িতে মহামিছিল করে হাজির বিজেপি সাংসদ! উঠে গেল বড়সড় প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট: বর্তমানে বিজেপির পক্ষ থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস নিয়ে নানা অভিযোগ তুলে ময়দানে নামার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুদিন আগেই মৃত্যু হয় মৃৎশিল্পী রবিন পালের। যাকে নিজেদের কর্মী বলে দাবি করে ভারতীয় জনতা পার্টি। আর এবার সেই মৃত মৃৎশিল্পীর পরিবারের সঙ্গে দেখা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সহ বিজেপির একটি প্রতিনিধিদল। তবে বিজেপি এদিনের এই কর্মসূচি ঘিরে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

জানা গেছে, এদিন বেলা তিনটার সময় তেতুলতলা থেকে সাংসদ সৌমিত্র খাঁ মোটর বাইক মিছিল করে নিহত কর্মীর বাড়িতে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু রাস্তাতেই পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের পক্ষ থেকে এই ভাবে মোটর বাইক নিয়ে মিছিল করাতে আপত্তি জানানো হয়। আর এরপরই কর্মী সমর্থকদের নিয়ে সন্ধ্যায় সেই মৃত কর্মীর বাড়িতে প্রবেশ করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সহ বিজেপির একটি প্রতিনিধিদল।

আর এই গোটা বিষয়টি নিয়ে এখন প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, বিজেপির মুখ থেকে সবসময় করোনা ভাইরাসের সময় সামাজিক দূরত্ব বিধি মেনে চলার কথা শোনা যায়। কিন্তু স্বয়ং সাংসদ কেন নিজে আইন অমান্য করে এইভাবে বহু লোক নিয়ে সামাজিক দূরত্ব না মেনে মিছিল করতে উদ্যত হলেন! এটা কি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় নয়? স্বাভাবিক ভাবেই তৃণমূলের পক্ষ থেকে এই প্রশ্ন তোলায় এখন ব্যাপক অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র দেবু টুডু বলেন, “কোনো বিধির ধার ধারেনা বিজেপি। রাজনৈতিক বিষয় নিয়ে ওরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে।” তবে বিজেপির পক্ষ থেকে অবশ্য গোটা বিষয়টি অস্বীকার করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে বিজেপির সহ-সভাপতি ধনঞ্জয় হালদার বলেন, “কর্মী-সমর্থকরা সকলেই মাস্ক পড়ে এসেছিলেন। পরে গরমে কেউ হয়ত খুলে রাখতে পারেন। স্বাস্থ্যবিধি যথাসম্ভব মানা হয়েছে।”

এদিকে এই গোটা ঘটনা নিয়ে সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের মধ্যে সৌমিত্র খাঁ মোটর বাইক নিয়ে মিছিল করতে উদ্যত হলে পুলিশ তাতে বাধা দিয়ে হয়ত বা বন্ধ করে দিয়েছে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বিজেপির এই উদ্যোগকে নিয়ে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। যার ফলে কিছুটা হলেও ব্যাকফুটে পড়েছে ভারতীয় জনতা পার্টি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এখন শাসক-বিরোধী তরজা চরম আকার ধারণ করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!