এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > রাজ্য সরকার ‘কাট অফ মার্কস’ কমানোয় নতুন করে কপাল খুলতে চলেছে চাকরি প্রার্থীদের

রাজ্য সরকার ‘কাট অফ মার্কস’ কমানোয় নতুন করে কপাল খুলতে চলেছে চাকরি প্রার্থীদের

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে বেশ কিছুদিন স্থগিত থাকার পরে পুণরায় শুরু করা হলো। উল্লেখ্য মোট ৬ হাজার পদে কর্মী নিয়োগ করার কথা ঘোষিত হয়েছিলো। মাঝে কিছুদিন বিরতির পর আবার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী প্রথম দফায় ইন্টারভিউ এর দ্বারা রাজ্যে গ্রুপ ডি পদের শূন্যস্থানের ঘাটতি পূরণ সম্ভব হয়নি। সেই কারণেই মূলতঃ কাট-অফ মার্কস কমিয়ে ইন্টারভিউ চলছে। প্রথম দফায় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হয়ে গিয়েছিল। বাকি ছিলো শুধু ণে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ। নির্বাচনের কারণে এই তালিকা প্রকাশ পর্ব স্থগিত রাখা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত উল্লেখ্য প্রথম দফায় ৫ হাজার পদ পূরণ হয়েছিল। এখনও ১ হাজার পদ ফাঁকা থাকার কারণে দ্বিতীয় দফার নিয়োগ পদ্ধতির প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্যে আশার কথা হলো এই যে, কমিশন সূত্রে জানা গিয়েছে অল্প দিনের মধ্যেই রাজ্যে আরও ১৩ হাজার শূন্যপদে লোক নিয়োগ হবে। যার মধ্যে রাজ্য পুলিশে কনস্টেবল পদে ৫৩০০ পদে লোকনিয়োগের বিজ্ঞপ্তি এরমধ্যেই প্রকাশিত হয়েছে। মে মাসে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষনার পরেই ৮০০ সাব ইনস্পেক্টর পদে নিয়োগের প্রক্রিয়া কার্যকরী হবে। তাই সবমিলিয়ে খুশির মরশুম শুরু বঙ্গের চাকরি প্রার্থীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!