এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আন্তরিকতায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে শিক্ষকদের জন্য একগুচ্ছ সুখবর

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আন্তরিকতায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে শিক্ষকদের জন্য একগুচ্ছ সুখবর


আবার শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের সংগঠন শিক্ষা ঐক্য মুক্ত মঞ্চের আন্দোলন ও আন্তরিকতার জেরে নির্বাচনের ঠিক আগেই শিক্ষকদের জন্য সামনে এল বড়সড় সুখবর। রাজ্যের শিক্ষকদের স্বার্থে দীর্ঘদিন ধরেই রাস্তায় নেমে বা আইনি পথে লড়ে যাচ্ছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ – এমনকি গত ১ লা মার্চ, প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনা ও রাজ্যের প্রায় ৭০ হাজার SSK/MSK/AS শিক্ষক/শিক্ষিকাদের দাবি দাওয়া নিয়ে বিকাশ ভবন অভিযানের মাধ্যমে লাগাতার অবস্থান বিক্ষোভের ডাক দেয় তারা।

সেই বিক্ষোভ কর্মসূচি লাগাতার ৭ দিন চলার পর শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলামের নেতৃত্বে বিকাশ ভবন ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে বহুবার পুলিশ দিয়ে জোর করে আন্দোলনকারীদের হঠিয়ে দেওয়ার চেষ্টা করলেও বা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়া হলেও শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চকে টলাতে পারে নি প্রশাসন। উল্টে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিশিষ্ট চিত্র পরিচালক তরুণ মজুমদার, চিত্রশিল্পী সমীর আইচ, অভিনেত্রী পাপিয়া অধিকারী সহ বিশিষ্টরা এই আন্দোলনকে প্রকাশ্যেই সমর্থন জানান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর পরেই কার্যত শিক্ষামন্ত্রী শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সঙ্গে আলোচনায় বসতে চান। অবশেষে আজ হল সেই কাঙ্খিত বৈঠক – যেখানে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে রাজ্য সম্পাদক মইদুল ইসলাম, সভাপতি সুজিত দাস, সহ সভাপতি অনিরুদ্ধ সাহা, সহকারী রাজ্য সম্পাদক বিশ্বজিৎ সরদার, কোষাধ্যক্ষ শাশ্বত ঘোষ ঘোষ সহ মোট এত সদস্যের প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন। এই বৈঠকের শেষে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম জানান, আজ শিক্ষকদের স্বার্থ ও বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে প্রায় দেড় ঘন্টা সদর্থক আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী সমস্ত দাবিদাওয়া খুবই মনোযোগ সহকারে শুনেছেন এবং সব ব্যাপারেই আমাদের আশ্বস্ত করেছেন।

মইদুলবাবু জানান আজকের আলোচনার ভিত্তিতে যে হে বিষয়গুলি সদর্থকভাবে সামনে এসেছে সেগুলি হল –
১. SSK/MSK/AS-দের নিশ্চিতভাবে বেতনবৃদ্ধি হচ্ছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন এবং এর জন্য কত টাকা বরাদ্দ হয়েছে এবং এখনই কেন তা দেওয়া যাচ্ছে না তাও স্পষ্ট করেছেন
২. শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সভাপতি সহ অন্যদের আন্দোলন করতে গিয়ে যে দুরবর্তী জেলায় বদলি করা হয়েছে তা বাতিল করা গিয়েছে
৩. NIOS পরীক্ষার্থীদের ৫০% উচ্চমাধ্যমিক অথবা স্নাতক নিয়ে যে টালবাহানা চলছে তা নিয়ে রাজ্য সরকার NIOS কে চিঠি দিয়ে জানিয়েছেন এবং এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার
৪. প্রাথমিক শিক্ষকদের চাকরীর বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বয়সে করার দাবি করা হয়েছে, শিক্ষামন্ত্রী ব্যাপারটি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন
৫. আপার প্রাথমিকে দ্রুতটার সাথে নিয়োগের আশ্বাস পাওয়া গিয়েছে
৬. দেড় বছর আগে টেট পরীক্ষার জন্য যে ফর্ম ফিলাম হয়েছিল, তার পরীক্ষা নির্বাচন মিটে গেলেই হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন
৭. প্রাথমিক শিক্ষকদের সম্মানজনক বেতনবৃদ্ধি (PRT) নিয়ে যথেষ্ট সদর্থক আলোচনা হয়েছে এবং শিক্ষামন্ত্রীর আশ্বাসবাণীতে আমরা আশ্বস্ত

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!