এখন পড়ছেন
হোম > জাতীয় > কি হতে চলেছে লোকসভা ভোটে বাংলার চিত্র , আভাস দিল টাইমস নাওয়ের ওপিনিয়ন পোল

কি হতে চলেছে লোকসভা ভোটে বাংলার চিত্র , আভাস দিল টাইমস নাওয়ের ওপিনিয়ন পোল

গত 2014 র লোকসভা নির্বাচনে সারাদেশে মোদী হওয়া থাকলেও এই রাজ্যে সেই ভাবে কাজ করেনি সেই মোদি হাওয়া। বরঞ্চ এখানে 42 টি আসনের মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস একাই 34 টি আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে বিজেপি দুটি, বামেরা দুটি এবং কংগ্রেস চারটি আসন পেয়েছে। কিন্তু বিগত পাঁচ বছরে রাজ্য তথা দেশের রাজনৈতিক সমীকরণে অনেকটাই বদল এসেছে।

দেখতে দেখতে আসন্ন 2019 সালের লোকসভা নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে। আর সেই লোকসভা নির্বাচনে বাংলায় মূল লড়াই হতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস বনাম বিরোধী দল বিজেপির মধ্যে। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় কে এগিয়ে থাকবে তা নিয়ে বিভিন্ন মহলে যখন তীব্র রাজনৈতিক চুলচেরা বিশ্লেষণ চলছে ঠিক তখনই এই ব্যাপারে নিজেদের সমীক্ষা প্রকাশ করল টাইমস নাওয়ের ওপিনিয়ন পোল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কি বলছে এই ওপিনিয়ন পোল? দেখা গেছে, টাইমস নাওয়ের দাবি অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের 42 টি লোকসভার আসনের মধ্যে গতবার তৃণমূল 34 টি আসন পেলেও এবার তাদের আসন সংখ্যা কমে দাঁড়াচ্ছে 31 টিতে। অন্যদিকে গত 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্য থেকে দুটি আসন নিজেদের দখলে রাখলেও এবার তড়িৎ গতিতে উত্থান ঘটতে পারে তাদের বলে দেখা গেছে ওপিনিয়ন পোলে।

সূত্রের খবর, বিজেপি এবার বাংলা থেকে 11 টি আসন নিজেদের দখলে রাখবে বলে দাবি করেছে টাইমস নাওয়ের এই ওপিনিয়ন পোল। কিন্তু এক্ষেত্রে কি হবে বাম এবং কংগ্রেসের? ওপিনিয়ন পোলে জানানো হয়েছে, সেই ভাবে এবার এই রাজ্যে বাম এবং কংগ্রেস নিজেদের দখলে কোনো আসনই রাখতে পারবে না।

মূল লড়ায়ই হবে শাসক দল তৃনমূল বনাম বিরোধী দল বিজেপির মধ্যে।তবে শতাংশের বিচারে তৃণমূল 39%, বিজেপি 32%, বামফ্রন্ট 15% কংগ্রেস 8% এবং অন্যান্য দলগুলি 6% ভোট হতে পারে বলে জানানো হয়েছে এই সমীক্ষায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, টাইমস নাওয়ের এই সমীক্ষা থেকে কিছুটা হলেও পরিষ্কার যে, আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট শতাংশ থেকে অনেকটা পিছিয়ে আসায় সেদিক থেকে এতে অনেকটাই লাভবান হবে বিজেপি।

ফলে টাইমস নাওয়ের এই সমীক্ষা যদি লোকসভা নির্বাচনের পর মিলে যায় তাহলে সেদিক থেকে বিজেপি নিজেদের টার্গেট পূরণে যে অনেকটাই এগিয়ে যাবে সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!