এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “গ্রামে দেখতে যাচ্ছেন পার্টিটা আছে কিনা!” তৃণমূলের কর্মসূচি নিয়ে কটাক্ষ দিলীপের!

“গ্রামে দেখতে যাচ্ছেন পার্টিটা আছে কিনা!” তৃণমূলের কর্মসূচি নিয়ে কটাক্ষ দিলীপের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আগামী দুই মাস ধরে গ্রামে গ্রামে ঘুরে মানুষের প্রার্থী খোঁজা হবে বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তৃণমূলের একটি নতুন কর্মসূচি এনে মানুষের কাছে পৌঁছে যাওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রাম ঘোরা নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন এই বিষয় নিয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “আসলে এখন উনি গ্রাম ঘুরতে যাচ্ছেন। দেখতে যাচ্ছেন যে, ওনার পার্টিটা আছে কিনা! পার্টিতে তো ভালো লোক কেউ নেই। সব চোর, ডাকাতে ভরে গিয়েছে। উনি মেদিনীপুরে গিয়ে একটা সৎ লোককে পেয়েছিলেন, তাকে প্রণাম করেছিলেন। তাহলে বাকি সব চোর। এখন আবার উত্তরবঙ্গে এসে সেটা দেখতে চাইছেন।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি তৃণমূলের নতুন কর্মসূচি নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!