এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতার, সরগরম রাজ্য-রাজনীতি

হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতার, সরগরম রাজ্য-রাজনীতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনুব্রত মণ্ডল বাংলার রাজনৈতিক জগতের অন্যতম বিতর্কিত নেতা বলেই পরিচিত। বর্তমানে তাঁকে বীরভূম অঞ্চলে তৃণমূলের জেলা সভাপতি বলে জানা যায়। এহেন অনুব্রত মণ্ডলকে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে রাজ্য রাজনীতিতে। কখনো তাঁকে বলতে শোনা গেছে, গুড়-বাতাসা দেওয়ার কথা, কখনো তাঁকে বলতে শোনা কাছে চড়াম চড়াম করে ঢাক বাজানোর কথা। এবং বিগত কয়েক দিন যাবত খেলা হবে শব্দটি ব্যবহার করছেন তিনি। আর তাই নিয়েই আপত্তি বিরোধীদের। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। কিন্তু তাতে খুশি নন মোটেই গেরুয়া শিবিরের নেতারা।

ইতিমধ্যেই বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় অভিযোগ তুলেছেন, নির্বাচনী জনসভা থেকে বারবার খুনের হুমকি দিচ্ছেন অনুব্রত মণ্ডল। আর তাই বীরভূমের দাপুটে নেতাকে যেন এবারের নির্বাচনে অংশ নেওয়া থেকে পুরোপুরি বাদ রাখতে চাইছেন তিনি। শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

আর সেখানেই তিনি দাবি করেছেন, অনুব্রত মণ্ডলকে সম্পূর্ণরূপে ব্যান করা উচিত। এবারের নির্বাচনে কেড়ে নেওয়া উচিত তাঁর ভোটাধিকার বলেও তিনি দাবি করেছেন। পাশাপাশি অনির্বাণ গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল অনবরত বলে চলেছেন, প্রচারে বেড়িয়ে অনবরত হুমকি দিয়ে চলেছেন।

প্রকারান্তরে ভোটারদের ভয় দেখাচ্ছেন তৃণমূল নেতা বলে দাবী বোলপুরের বিজেপি প্রার্থীর। একই সাথে তিনি তৃণমূলের প্রতি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, তাঁরা নির্বাচন কমিশনের কাছে দাবী করবেন, সম্পূর্ণরূপে যাতে নিষিদ্ধ করা হয় অনুব্রত মণ্ডলকে। এমনকি অনুব্রত মণ্ডলের ভোটাধিকার কেড়ে নেওয়ার কথাও বলেছেন তিনি। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বিভিন্ন সভা থেকে বিজেপিকে দায়ী করেছেন রাজ্যজুড়ে করোনার বিস্তৃতির কারণ হিসেবে ঠিক সেভাবেই অনুব্রত মণ্ডলও অভিযোগ করেছেন বিজেপি নেতাদের তরফ থেকে করোনা ছড়িয়ে পড়ছে।

আর তারই পরিপ্রেক্ষিতে অনির্বান মন্ডল এদিন সাংবাদিক বৈঠকে জানান, তিনি অনুব্রত মণ্ডলকে কোভিডের টিকা নেওয়ার কথা বলেছিলেন। সেই অনুযায়ী অনুব্রত ভ্যাকসিন নিয়েছেন। আগামী 29 এপ্রিল বীরভূমে শেষ দফার নির্বাচন। যথারীতি হাতে আর বিশেষ সময় নেই। তাই জোরকদমে চলছে প্রচার।

ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 72 ঘন্টা আগে সমস্ত প্রচার বন্ধ করে দিতে হবে। আর তাই লাগাতার প্রচারের সাথে সাথেই চলছে তৃণমূল এবং বিজেপির আক্রমণ প্রতিআক্রমণ। অন্যদিকে দেখার নির্বাচন কমিশনের কাছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুরের বিজেপি প্রার্থীর এই অভিযোগ মান্যতা পায় কিনা!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!