এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত মামলায় ডিভিশন বেঞ্চের রায়ে বড়সড় ধাক্কা তৃণমূল শিবিরে

পঞ্চায়েত মামলায় ডিভিশন বেঞ্চের রায়ে বড়সড় ধাক্কা তৃণমূল শিবিরে

আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের সন্ত্রাসের কারণে প্রার্থী দিতে পারেননি বিরোধীরা বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেন। রাজ্য নির্বাচন কমিশন মনোনয়নের মেয়াদ আরো একদিন বৃদ্ধি করে, কিন্তু তা নিয়মমাফিক হয় নি বলে কমিশনকে চিঠি দেন তৃণমূল সাংসদ তথা দলের সহ সভাপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফলে রাত না পেরোতেই সেই নির্দেশ প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন, আর তার বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা করে বিজেপি সহ বিরোধীরা। সেই মামলার শুনানিতে কমিশনকে একগুচ্ছ প্রশ্ন করেন বিচারপতি সুব্রত তালুকদার, যার যথাযথ উত্তর দিতে না পারে সমগ্র নির্বাচনী প্রক্রিয়ার উপর আজ ১৬ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ দেন তিনি। স্বভাবতই সেই রায়ে প্রচন্ড অখুশি হয়ে আদালতের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আজ সেই মামলার শুনানি ছিল। শুনানির প্রথম থেকেই আক্রমনাত্মক ছিলেন তৃণমূলের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সিঙ্গল বেঞ্চের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলে দেন। পাল্টা বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং অনিন্দ্য মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কল্যানবাবুকে প্রশ্ন করেন সিঙ্গল বেঞ্চের রায়ের অপেক্ষা না করেই কেন তিনি ডিভিশন বেঞ্চে আবেদন করতে গেলেন? সকাল ১১ তা থেকে এই মামলার শুনানি শুরু হয়, চলে দুপুর ১২:৩০ টা পর্যন্ত। তারপর দুই বিচারপতি জানিয়ে দেন বিকেল সাড়ে চারটের সময় আলোচনা করে তাঁরা রায় দেবেন। ইতিমধ্যে বিচারপতি তালুকদার নির্বাচনী প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ আরো একদিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত করে দেন। এরপরই বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং অনিন্দ্য মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় সিঙ্গল বেঞ্চের দেওয়া স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে যে আবেদন ডিভিশন বেঞ্চে তৃণমূল কংগ্রেস করেছিল তা খারিজ করে দিয়ে সিঙ্গল বেঞ্চেই ফেরত পাঠালেন। বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চে যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি করার অনুরোধ জানিয়েছেন ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি। প্রয়োজনে প্রতিদিন মামলার শুনানি রাখা অনুরোধ করেছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!