এখন পড়ছেন
হোম > রাজ্য > হাসপাতালে অসুস্থ অলীকের সুরক্ষায় গাফিলতি,সাসপেন্ড দুই পুলিশ কর্মী

হাসপাতালে অসুস্থ অলীকের সুরক্ষায় গাফিলতি,সাসপেন্ড দুই পুলিশ কর্মী

সম্প্রতি ভাঙ্গড় জমিরক্ষা কমিটির মৃল নেতা অলীক চক্রবর্তীকে গ্রেফতার করেছিল পুলিশ।শারীরিক অসুস্থতার জন্য তাঁকে একটি নার্সিংহোমেও ভর্তি করা হয়।চিকিৎসকরা জানান,অগ্নাশয় ও ফুসফুসের সমস্যা রয়েছে অলীকের। পুলিশ সূত্রে খবর,নার্সিংহোমে অলীক চক্রবর্তীর  নিরাপত্তার জন্য দুজন পুলিশের আধিকারিক থাকলেও তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ পাওয়া গেছে।যার ফলশ্রুতিতেই সেই অফিসারদের সাসপেন্ডও করা হয়েছে। বারুইপুর জেলার পুলিশ সুপার অরিজিৎ সিংহ জানান,”কাশীপুর থানার এএসআই দীপক রায় ও কনষ্টেবল দীপক হালদার রবিবার রাতে ঘন্টাখানেকের জন্য কাজে ছিলেন না।সেটা প্রমানিতও হয়েছে।তাই এই দুই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জেলা প্রশাসন সূত্রে খবর,ভাঙ্গড়ে পাওয়ার গ্রীড বিরোধী আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে গত বৃহস্পতিবার ভুবনেশ্বর থেকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার রাতে তার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় এক নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে।যার নিরাপত্তায় ছিল কোলকাতা পুলিশের 18 জন ও  কাশীপুর থানার দুই জন পুলিশ কর্মী।রাতের দিকে অলীকের শরীরের খোজ নেওয়ার জন্য কাশীপুরের ওই দুই পুলিশ কর্মীকে ফোন করলেও তারা জেলা পুলিশের কোনো ফোনই তোলেননি বলে খবর। বিশেষজ্ঞরা মনে করছেন,এখন অলীক চক্রবর্তীর সম্পূর্ন  নিরাপত্তার দায়িত্ব বারুইপুর জেলা পুলিশের হাতে।তাই কর্তব্যে এহেন গাফিলতির ভিত্তিতেই সাসপেনশন লেটার ধরানো হল এই দুই পুলিশকর্মীকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!