আন্তর্জাতিক আঙিনায় – একনজরে ভারতের বাইরে কোথায় কি হচ্ছে, দেখে নিন চটজলদি আন্তর্জাতিক June 10, 2019 ভারতের বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রেও ঘটে চলেছে একাধিক ঘটনা – সেইসব ঘটনার একঝলক এবার আপনাদের জন্য এক জায়গায় – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১. চলতি সপ্তাহে মুখোমুখি মোদী ও চিনফিং ২. আপত্তি ট্রাম্পের, তবু দূতাবাসে রামধনু পতাকা ৩. বিরাটদের ম্যাচে হঠাৎ হাজির বিজয় মাল্য ৪. ৬০ মহিলাকে মেরেও নির্বিকার মার্কিন খুনি ৫. এভারেস্ট আরোহীর অভিযাত্রী পরিচয় জানতে নাকাল হচ্ছে নেপাল ৬. ভুটানে আর ‘বেআইনি’ নয় সমপ্রেম – রায় দিয়েছেন ভুটান পার্লামেন্টের নিম্নকক্ষ ৭. সেনাকর্তাকে হিংস্র পিরানহা ভরা পুকুরে ছুড়ে ফেলে হত্যা করলেন উত্তর কোরীয়ার রাষ্ট্রপ্রধান কিম জং-উন ৮. ইস্টার বিস্ফোরণে নিহতদের শ্রদ্ধা জানাতে কলম্বোর চার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯. অতিথি মোদির মাথায় ছাতা ধরলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, উপহার সমাধি বুদ্ধমূর্তির রেপ্লিকা ১০. ফিলিপিন্সে এক পথ দুর্ঘটনায় কনে ও দুই শিশু সহ মৃত্যু হল ১৩ জনের, পূর্ব ফিলিপিন্সের ক্যামারাইনস সুর প্রদেশে একটি পাহাড়ি রাস্তায় ওই দুর্ঘটনা ঘটে ১০. বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতির পক্ষে ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে, মেনে নিল জি ২০ গোষ্ঠী ১১. দুবাইয়ে বাস দুর্ঘটনায় মৃতদের দেহ ফিরল ভারতে ১২. ৬০টি খুনের আমেরিকার কুখ্যাত আসামি স্যামুয়েল জেলে বসে ছবি আঁকে মহিলাদের আপনার মতামত জানান -