নিলামের আগে সিএসকে ছেড়ে দিল বেশ কিছু পুরনো নাম করা খেলোয়াড়। রায়না কি রয়েছে দলে? অন্যান্য খেলা January 22, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নিলামের আগে আইপিএলের দলগুলি ঘোষণা করল, পুরনো দলের কাদের এখনও রাখছে দলে এবং কাদের ছেড়ে দিচ্ছে। ২০২১ এর আইপিএল এর নিলাম এর দিন ঘোষণা হয়েছে ১১ই ফেব্রুয়ারি। আসুন এক নজরে দেখেনি, চেন্নাই সুপার কিংস কাদের রাখল দলে এবং তাদের ছেড়ে দিল। চেন্নাই সুপার কিংস এ রেখে দেওয়া হয়েছে যাদের দেখে নিন তাদের তালিকা:- বিদেশী খেলোয়াড়:- – জস হেজলউড – ফাফ ডু প্লেসিস – মিচেল সন্টনার – ডোয়েন ব্রাভো – লুঙ্গি গীদি – সাম কারান – ইমরান তাহির আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ভারতীয় খেলোয়াড়:- – এম এস ধোনি – রবীন্দ্র জাদেজা – সুরেশ রায়না – আম্বাতি রাইডু – কারন শর্মা – দীপক চাহার – শার্দুল ঠাকুর – নারায়ণ জগদীসন – ঋতুরাজ গাইকোয়ার – কে এম আসিফ – সাই কিশোর ছেড়ে দেওয়া খেলোয়াড়:- – কেদার যাদব – মুরুলি বিজয় – পিয়ুষ চাওয়ালা – হরভজন সিং – মনু কুমার – শেন ওয়াটসন গত আইপিএল সিজেনে চেন্নাই সুপার কিংস এর পারফর্মেন্স একদমই ভালো যায়নি এবং এই প্রথমবার আইপিএলের ১১ সিজেনের ইতিহাসে চেন্নাই সুপার কিংস প্লে অফ এ পৌঁছতে পারেনি। যার ফলে এই বছরে বেশ কিছু পরিবর্তন এসেছে দল। শেন ওয়াটসন, হরভজন সিং এর মতো সিনিয়ররা বাদ পড়েছে দল থেকে। অন্যদিকে গত মরশুমে খারাপ পারফরমেন্স করা মুরুলী বিজয়ও বাদ পড়েছে দল থেকে কেদার যাদব এবং পীযূষ চাওয়ালার সাথে। এখন দেখা যাক নিলামে তারা কোন খেলোয়াড়দের কেনে। আপনার মতামত জানান -