এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবারের IPL আয়োজন অনেক বেশি কঠিন! সব কিছু নিখুঁত করতে সৌরভ গাঙ্গুলি যা করলেন জানলে চমকে যাবেন

এবারের IPL আয়োজন অনেক বেশি কঠিন! সব কিছু নিখুঁত করতে সৌরভ গাঙ্গুলি যা করলেন জানলে চমকে যাবেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আইপিএল শুরু হতে আর কিছু দিনের অপেক্ষা। তাই ইতিমধ্যেই আমিরশাহীতে উড়ে গেছেন সমস্ত ক্রিকেট দলগুলি। তবে সেখানে যাওয়া থেকে তারা রয়েছেন করোনা সুরক্ষার মধ্যে। তবে সেই সঙ্গে তাদের একাধিক নিয়ম মেনে চলতে হচ্ছে বলেই জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই ১৩তম আইপিএল। কিন্তু করোনা কারণে তা স্বাভাবিকভাবেই পিছিয়ে যায়। একটা সময় আদপে এই খেলা হবে কিনা সেই নিয়েও জল্পনা শুরু হয়। কিন্তু সবশেষে বিসিসিআই কর্তাদের তৎপরতায় মানুষের বিনোদনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় আইপিএল অনুষ্ঠিত করার। তবে সেক্ষেত্রে প্রথম থেকেই বেশ কিছু সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছিল।

তবে সমস্যা হয় অন্যখানে। আরবে পৌঁছানোর পরই সামনে আসে অনেকগুলি প্রতিকূলতা। প্রথমত দুবাই এবং আবুধাবির করোনা পরীক্ষাবিধি আলাদা হওয়ার প্রথমেই খেলোয়াড়দের সমস্যার মুখে পড়তে হয়। সেক্ষেত্রে বিসিসিআই কর্তাদের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। এরপর সমস্যা নেমে আসে আইপিএলের অন্যতম দল চেন্নাই সুপার কিংসের ওপর। ধোনির এই দলের দুজন খেলোয়াড় সহ ১৪ জন স্টাফ করোনা আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া যায়। তবে এখানেই সমস্যা থেমে থাকেনি, সেইসঙ্গে খেলা থেকে রায়নার হঠাৎ অজ্ঞাত কারণে বিদায় নেওয়া, হরভজন সিংয়ের খেলায় অংশগ্রহণ না করা সব মিলিয়ে বেশ মুশকিলের মধ্যে দিয়েই চলছিল আইপিএলের আয়োজন। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে পড়ে যে খেলার সূচি প্রকাশ করতে বেশ বেগ পেতে হয় ক্লাব কর্তাদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শেষমেশ এই সপ্তাহে সেই সূচি প্রকাশ করা হয়েছে। তবে সম্প্রতি কি নিয়ে কী ব্যবস্থা নিয়েছেন সৌরভ গাঙ্গুলী সেটা জানলে চমকে যেতে হয়। জানা গেছে, সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের সমস্ত ব্যবস্থাপনা কেমন হচ্ছে, সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে কিনা, সেই সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয় দেখতেই দুবাই যাচ্ছেন বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তবে সেক্ষেত্রে কেমন ব্যবস্থা নেওয়া হয়েছে তাঁর জন্য?

জানা গেছে, কলকাতা যাওয়ার আগে নিয়মমতো তাঁর করোনা পরীক্ষা করা হয়েছে। আর তাতে সৌরভ গাঙ্গুলীর রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে দুবাই পৌঁছেও অন্যান্য সকলের মতোই বিমানবন্দরে দাদার করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে। সেই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পরই হোটেলে যেতে পারবেন তিনি। সেখানে দুই দিন আইসোলেশনে থাকার পর ফের করোনা পরীক্ষা করা হবে তাঁর। সেই পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে তবেই তিনি হোটেলের বাইরে বেরোতে পারবেন। সেক্ষেত্রে এরপর তিনি যাবেন দুবাই এবং শারজায়। সেখানে গিয়ে আইপিএলের সমস্ত প্রস্তুতি নিজে দেখবেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৯শে সেপ্টম্বর আইপিএলের উদ্বোধনী ম্যাচে আবুধাবিতেই উপস্থিত থাকতে দেখা যা় সৌরভ গাঙ্গুলিকে। তবে এর কিছুদিন পরেই তাঁর কলকাতায় ফিরে আসার কথা। তবে আইপিএল চলাকালীন কোন প্রকার অসুবিধা দেখা দিলে হয়ত তাঁকে আরও বেশি দিন সেখানে থাকতে হতে পারে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!