তবে কি বিজেপি ছাড়লেন এই সাংসদ? পদক্ষেপ ঘিরে জোর জল্পনা উত্তরবঙ্গ কলকাতা রাজ্য November 27, 2019 এ যেন এক অভিনব ঘটনা ঘটে গেল লোকসভা চত্বরে। আর যে ঘটনা দেখে প্রায় প্রত্যেকেই হতবাক হয়ে গিয়েছিলেন। অনেকের মনেই বাসা বেঁধেছিল নানা জল্পনা। প্রকাশ করতে না পারলেও এই ঘটনা দেখে অনেকে বলেছিলেন, মালদহে বিজেপির যতটুকুও বা শক্তির উত্থান ঘটেছিল, তাও হয়ত বা শেষ হতে চলেছে। কিন্তু কী সেই ঘটনা? বস্তুত, বর্তমানে প্রায় বিভিন্ন সময়ই কেন্দ্রের বর্তমান মোদী সরকারের বিভিন্ন ঘটনাকে ইস্যু করে “দেশে গণতন্ত্র ভুলুন্ঠিত” বলে দাবি করে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিন সংবিধান দিবসকে হাতিয়ার করে কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো সংসদের সামনে সেই গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর বিরোধীদের এই বিক্ষোভেই উপস্থিত থাকতে দেখা যায় উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। যা দেখে রীতিমতো আলোড়ন পরে যায় সংসদ চত্বরে। জানা যায়, এদিন সংসদে সংবিধান দিবস উপলক্ষে বিআর আম্বেদকর সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “বেঁচে থাকলে আজ সব থেকে বেশি আম্বেদকর খুশি হতেন।” আর এই সময়েই সংসদ থেকে বেরিয়ে আম্বেদকরের মূর্তির কাছে “গণতন্ত্রের হত্যা বন্ধ হোক” এই ব্যানার নিয়ে কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের সাংসদদের সরব হতে দেখা যায়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল, ডিএমকে সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু আশ্চর্যজনকভাবে বিরোধীরা যখন কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করছে, ঠিক সেখানে উপস্থিত হয়ে যান উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। কেন হঠাৎ বিজেপি সাংসদ বিরোধী রাজনৈতিক দলগুলোর এই কর্মসূচিতে যোগ দিলেন! তা নিয়ে এখন তীব্র প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সূত্রের খবর, এদিন সেই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে বেশ কিছুক্ষণ বিরোধী দলের সাংসদদের সঙ্গে কথা বলে খগেন মুর্মু বুঝতে পারেন যে, এটা বিরোধীদের পৃথক কোনো কর্মসূচি। আর তা অনুভব করার সাথে সাথেই সেখান থেকে চলে আসেন তিনি। কিন্তু কেন তিনি এমন ভুল করলেন! নিজের দলের কোনো সাংসদকে না দেখা সত্ত্বেও কেন তিনি বিরোধী দলের এই কর্মসূচিকে চলে গেলেন! এদিন এই প্রসঙ্গে সেই খগেন মুর্মু বলেন, “না বুঝে বিরোধী সাংসদদের বিক্ষোভে চলে গিয়েছিলাম।” অন্যদিকে দলের সাংসদদের কর্মকাণ্ড নিয়ে কিছুটা হলেও যে তারা অস্বস্তিতে পড়েছে, এদিন তা দিলীপ ঘোষের কথা থেকে উঠে আসে। এদিন এই প্রসঙ্গে মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “উনি কেন বিরোধীদের বিক্ষোভের দিকে গেলেন, তা উনিই বলতে পারবেন। আম্বেদকরের মূর্তীর নিচে কোনো কর্মসূচি ছিল না। উনি নিজের কৌতুহলে গিয়ে থাকবেন।” বিশেষজ্ঞরা বলছেন, হয়ত বা ভুল করেই খগেন মুর্মু এই কাজটি করেছেন। কিন্তু তার এই ভুল যে বিরোধীদের বাড়তি অস্ত্র পাইয়ে দিল এবং তার দল ভারতীয় জনতা পার্টিকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। ফলে গোটা ব্যাপারটি নিয়ে এখন বিরোধীরা কোনো ইস্যু খোঁজে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছেন অনেকে। আপনার মতামত জানান -