এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “জিতলেও তৃণমূলে নেওয়া হবে না” অভিষেকের সুরে সুর মিলিয়ে কড়া বার্তা সৌগতর!

 “জিতলেও তৃণমূলে নেওয়া হবে না” অভিষেকের সুরে সুর মিলিয়ে কড়া বার্তা সৌগতর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েতে যারা তৃণমূলের হয়ে প্রার্থী হতে পারেনি, ইতিমধ্যেই বেশ কিছু জেলায় তারা নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছে। তবে তৃণমূলের পক্ষ থেকে যারা নির্দল হিসেবে লড়াই করছে, তাদের বহিষ্কার করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যারা এখন দলের বিরুদ্ধে গিয়ে নির্দল হয়ে লড়াই করছেন, তারা জিতলেও তাদেরকে দলে নেওয়া হবে না। আর এই পরিস্থিতিতে সেই একই কথা বলে নির্দল প্রার্থীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংদ সৌগত রায়।

প্রসঙ্গত, এদিন তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মী সভার আয়োজন করা হয়। যেখানে বক্তব্য রাখতে গিয়ে দলের বিরুদ্ধে গিয়ে যারা নির্দল হয়ে লড়াই করছেন, তাদের কড়া বার্তা দেন সৌগত রায়। তিনি বলেন, “যারা এখন নির্দল হিসেবে ভোটে লড়ছেন এবং মানুষের কাছে গিয়ে বলছেন যে, আমাদের ভোট দিন, জিতলে আমরা তৃণমূলে চলে যাব। আমরা বলছি, কোনোভাবেই তাদেরকে সমর্থন করবেন না। কারণ তারা যদি জিতেও যায়, তাহলেও তাদের দলে নেওয়া হবে না।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে নির্দল প্রার্থীদের যাতে কোনোভাবেই মানুষ সমর্থন না করেন, তার জন্য দলের অবস্থান স্পষ্ট করছেন তৃণমূল নেতারা। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দলদের কড়া বার্তা দিয়েছেন। জেলায় জেলায় তাদের বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। আর এবার সেই নির্দল প্রার্থীরা যাতে দলের হয়ে কথা বলতে না পারে, তার জন্য মানুষের কাছে দলীয় বার্তা পৌঁছে দিলেন সৌগত রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!