এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “পশ্চিমবঙ্গে তালিবানি শাসন” রাজ্যকে চাপে ফেলে সোচ্চার সুকান্ত!

“পশ্চিমবঙ্গে তালিবানি শাসন” রাজ্যকে চাপে ফেলে সোচ্চার সুকান্ত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলায় আইনের শাসন নেই বলে দীর্ঘদিন ধরে দাবি করছে ভারতীয় জনতা পার্টি। পঞ্চায়েত নির্বাচনের মুখে যখন দিকে দিকে বিরোধী নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, তখন আরও একবার সেই বিষয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে তালিবালি শাসন চলছে। যেখানে তৃণমূলের কথা না শুনলেই যে কারওর ওপর হামলা হতে পারে।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “পশ্চিমবঙ্গে শুধু বিধায়কের নিরাপত্তা নয়, কারোরই নিরাপত্তা নেই। বাংলায় তো তালিবানি শাসন চলছে। আপনি যদি তৃণমূলের কথা না শোনেন, তাহলে আপনার বাড়িতে হামলা হবে। আপনার মা, মেয়ের ওপর শ্লীলতাহানি করা হবে, এটাই তো চলছে পশ্চিমবঙ্গে।”

বলা বাহুল্য, পঞ্চায়েত নির্বাচনের মুখে দিকে দিকে বিরোধী প্রার্থীদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি তৃণমূলকে সমর্থন না করলে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য এবং ভোটে না লড়ার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। আর এই পরিস্থিতিতে শাসক দলকে চাপের মুখে ফেলে রাজ্যের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। বাংলায় তালিবানি শাসন চলছে বলে শাসকদলকে অস্বস্তির মুখে ফেলে দিলেন সুকান্ত মজুমদার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!