এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ফের রাজ্য প্রশাসনকে কাঠ গড়ায় তুললেন রাজ্যপাল, এবার প্রসঙ্গ নারী নির্যাতন,

ফের রাজ্য প্রশাসনকে কাঠ গড়ায় তুললেন রাজ্যপাল, এবার প্রসঙ্গ নারী নির্যাতন,


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্যের সরকার তথা শাসক দল তৃণমূলের সম্পর্ক মোটেই মধুর নয়। রাজ্যের শিক্ষাব্যবস্থা, রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের প্রশাসন, রাজ্যের পুলিশি ব্যবস্থা সমস্ত কিছু নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এবার, আবার রাজ্যপাল সরব হলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। আজ শনিবার সকালে রাজভবন থেকে মুখ্যমন্ত্রীর নবান্নের উদ্দেশ্যে চিঠি পাঠালেন রাজ্যপাল। যে, চিঠিতে তিনি লিখলেন যে, রাজ্যে নারী নির্যাতন ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে, অথচ তার কোন প্রতিকার হচ্ছে, সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় রয়েছে প্রশাসন।

আজকের এই চিঠিতে রাজ্যপাল লিখেছেন যে, রাজ্যে নারীদের উপর অত্যাচার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। গত তিনমাসে নারীদের উপর অত্যাচারের পরিসংখ্যান তুলে ধরেছেন রাজ্যপাল। রাজ্যপাল জানিয়েছেন যে, এই পরিসংখ্যান সংশ্লিষ্ট জেলা পুলিশ সূত্রে পাওয়া। এছাড়া চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে, সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যের নানা নেতিবাচক দিক তুলে ধরে প্রশাসনকে তিনি বারবার সতর্ক করার চেষ্টা করেছেন। কিন্তু তাঁর কথার কোন গুরুত্ব দেয়া হয়নি। তাঁর ভূমিকাকে বারবার ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করার চেষ্টা করা হয়েছে। যাকে তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যপাল জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশ ও প্রশাসনের সম্পূর্ণভাবে রাজনীতিকরণ ঘটেছে। ইতিপূর্বে রাজ্যপাল অভিযোগ করেছিলেন যে, রাজ্যের নারী নির্যাতনের বিষয়ে অসত্য তথ্য দিচ্ছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। যে কারণে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল। সেসময় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যপাল জানিয়েছিলেন যে, উত্তরবঙ্গের জেলা সহ রাজ্যের চারটি জেলায় নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এবার রাজ্যপাল অভিযোগ করলেন যে, রাজ্যে নারী নির্যাতন বেড়েছে, অথচ তার কোন প্রতিকার করা হচ্ছে না।এ বিষয়ে তিনি চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে।

আজকে দেওয়া রাজ্যপালের এই চিঠির জবাবে নবান্নের পক্ষ থেকে কি বিবৃতি দেওয়া হয়, সেদিকেই দৃষ্টি সকলের। প্রসঙ্গত রাজ্যের অবস্থাকে ইতিপূর্বে রাজ্যপাল হীরক রাজার দেশের সঙ্গে তুলনা করেছিলেন। রাজ্যের শিক্ষাব্যবস্থা, রাজ্যের পুলিশি ব্যবস্থা, রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের প্রশাসন সমস্ত কিছু নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল। রাজ্য পুলিশের ডিজিকে তিনি দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্যও করেছিলেন। রাজ্যপালের বিরুদ্ধেও বারবার সরব হতে দেখা গেছে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে। আজ রাজ্যপালের দেওয়া এই চিঠিতে রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাত আরো বেড়ে যেতে পারে মনে করছেন অনেকে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!