এখন পড়ছেন
হোম > রাজ্য > উন্নয়নের সামনে মাথা নুইয়ে তৃণমূলে যোগ ৭ বিজেপি প্রার্থীর

উন্নয়নের সামনে মাথা নুইয়ে তৃণমূলে যোগ ৭ বিজেপি প্রার্থীর


উন্নয়নের সামনে মাথা নুইয়ে তৃণমূলে যোগ ৭ বিজেপি প্রার্থীর। এমননটাই ঘটেছে এদিন উদয়নারায়ণপুরের খিলা গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে এদিন উদয়নারায়ণপুরের খিলা গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ৭ জন বিজেপি প্রার্থী যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন উদয়নারায়ণপুরের তৃণমূল নেতা তথা বিধায়ক সমীর কুমার পাঁজা। এই নিয়ে বিজেপির অভিযোগ তৃণমূল ভয় দেখিয়ে তাদের প্রার্থীদের নিজেদের দলে টেনেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন যে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখেই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন।শুধু তাই নয় বিজেপি জোর করে তাঁদেরকে প্রার্থী করেছিল। একই কথা বললেন যোগদানকারীদের একজন। তিনি জানান যে, ” তাঁরা ভুল করে বিজেপি -তে যোগ দিয়েছিলেন। এখন তা বুঝতে পেরে তৃণমূলে এসেছেন। তৃণমূল প্রার্থীদের হয়েই এবার প্রচার করবেন।” এই নিয়ে বিজেপির অনুপম মল্লিক জানান যে.”কেউ স্বেচ্ছায় যোগ দেননি তৃণমূলে। তাঁদের প্রার্থীদের ভয় দেখিয়ে, বন্দুকের সামনে দাঁড় করিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হচ্ছে। মেচেদাতে ও এই ঘটনা ঘটেছে। মনোনয়ন জমা করার সময় থেকে শুরু হয়েছে ভয় দেখানো। এখনও চলছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!