এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > জমা জল থেকে পরিত্রাণ নেই কলকাতার, রাজ্যকে নিশানা দিলীপের!

জমা জল থেকে পরিত্রাণ নেই কলকাতার, রাজ্যকে নিশানা দিলীপের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি নাকি কলকাতাকে লন্ডন বানাবেন। কিন্তু কলকাতা কতটা লন্ডন হয়েছে, সেটা একটু বৃষ্টি হলেই বোঝা যায়। সম্প্রতি রেমালের দাপটে রাতভর বৃষ্টি এবং ঝড় হতেই বিভিন্ন জায়গায় হাঁটু সমান জল জমতে শুরু করেছিল। যার ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল জনজীবন। আর সেই বিষয়টিকে হাতিয়ার করেই কলকাতার পরিস্থিতি নিয়ে রাজ্যকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমরা দুদিন ধরে জানি, ঝড় হবে, বৃষ্টি হবে। কিন্তু কলকাতার মানুষ দীর্ঘদিন ধরেই দেখে আসছেন, একটু বৃষ্টি হলেই এখানে জল জমে যায়। এর থেকে কলকাতার পরিত্রাণ হচ্ছে না।”

অর্থাৎ শহর কলকাতার নিকাশি ব্যবস্থার যে উন্নয়ন বিন্দুমাত্র হয়নি এবং যেভাবে জমা জল একটু বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা ধরে আটকে থাকে এবং বিপর্যস্ত হয় জনজীবন, সেই বিষয় নিয়েই ভোটের মধ্যে রাজ্যকে নিশানা করলেন দিলীপ ঘোষ। যাকে কেন্দ্র করে অস্বস্তির মুখে পড়ে গেল রাজ্য সরকার থেকে শুরু করে কলকাতা পৌরসভা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!