এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “যতক্ষণ না নিজের ঘরে হচ্ছে….” মিড ডে মিলে আবর্জনা! সোচ্চার শুভেন্দু!

“যতক্ষণ না নিজের ঘরে হচ্ছে….” মিড ডে মিলে আবর্জনা! সোচ্চার শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– রাজ্যে বিভিন্ন সময় মিড ডে মিলে কখনও ছারপোকা, কখনও বিছে, কখনও টিকটিকি, ইত্যাদি পড়ে থাকতে দেখা যায়। বিভিন্ন সময়ে এই দৃশ্য দেখতে দেখতে হতাশ প্রান্তিক মানুষরা‌। যারা দুবেলা ছেলেমেয়েদের খাদ্যের যোগান দেন, সেই মিড ডে মিল থেকে তাদের স্বাস্থ্যের করুন পরিণতি নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই বিষয় নিয়েই কটাক্ষ করে এদিন বড় কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এটা আবার নতুন খবর নাকি? প্রত্যেকদিন প্রান্তিক মানুষদের সাথে এটা হচ্ছে। গ্রামের মানুষরা ছেলেমেয়েদের স্কুলে পাঠায়। আর এরা তো সব ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে। কেউ ফলের রস খায়, কেউ বার্গার খায়, এরা এই পরিস্থিতির বিষয়টি বুঝবে না। যতক্ষণ না নিজের ঘরে হচ্ছে, ততক্ষণ এরা উপলব্ধি করতে পারবে না।”

অর্থাৎ শাসকদলের যারা মাথায় বসে আছেন, তারা নিজেদের ছেলেমেয়েদের নামিদামি স্কুলে পড়ায়। তাদেরকে মিড ডে মিল খেয়ে দিন কাটাতে হয় না। তাই গ্রামের মানুষেরা যারা স্কুলে পাঠায় ছেলেমেয়েদের, তাদের প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এই অস্বাস্থ্যকর খাবারের জন্য। অর্থাৎ যতক্ষণ না তারা এই করুণ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, ততক্ষণ শাসকের বড় বড় নেতারা এই সংকটের বিষয়টি উপলব্ধি করতে পারবেন না। শুভেন্দু অধিকারী বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!