এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রকাশ্যেই “জয় শ্রীরাম” ধ্বনি হেভিওয়েট তৃণমূল বিধায়কের! দলবদলের গুঞ্জনে সরগরম রাজ্য রাজনীতি

প্রকাশ্যেই “জয় শ্রীরাম” ধ্বনি হেভিওয়েট তৃণমূল বিধায়কের! দলবদলের গুঞ্জনে সরগরম রাজ্য রাজনীতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ব্যারাকপুরে যাচ্ছিলেন, তখন তাকে উদ্দেশ্য করে কিছু যুবক রাস্তায় “জয় শ্রীরাম স্লোগান” দিয়ে ফেলেন। আর তারপরেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে বাইরে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ক্রিমিনাল সামনে আয় ক্ষমতা থাকলে। আমাকে গালাগালি দিচ্ছে!” স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়ে গোটা বঙ্গজুড়ে। অনেকেই বলতে থাকেন, জয় শ্রীরাম স্লোগান তো দেবতার উদ্দেশ্যে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এই “জয় শ্রীরাম” স্লোগান দেওয়া হলেও কেন তাতে হঠাৎ করে ক্ষেপে গেলেন তৃণমূল নেত্রী!

একাংশের মতে, আসলে বিজেপি নেতা কর্মীরা মাঝেমধ্যেই “জয় শ্রীরাম” স্লোগান দিয়ে থাকেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তারা সেই স্লোগান দেওয়াতেই তৃণমূল নেত্রী ভেবে নিয়েছিলেন, বিজেপি তাকে দেখে এই শ্লোগান দিচ্ছে। আর তার পরিপ্রেক্ষিতেই “গালাগালি দিচ্ছে” বলে মন্তব্য করে বিতর্কের শিরোনামে উঠে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই সেই “জয় শ্রীরাম স্লোগান” যদি তৃণমূলের কোনো সামান্য কর্মীর মুখেও শোনা যায়, তাহলে আড় চোখে অনেকেই তাকাতে শুরু করেন।

আর এবার জল্পনাকে বাড়িয়ে দিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে “জয় শ্রীরাম” স্লোগান তুললেন ঘাটালের তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই। কিন্তু হঠাৎ করে তৃণমূল বিধায়কের মুখে এই স্লোগান কেন? সূত্রের খবর সোমবার রাখি পূর্ণিমার বিকেলে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এক রাস্তায় বেশ কয়েকজন যুবকের সঙ্গে তৃণমূল বিধায়ককে দেখা যায়। যেখানে সেই যুবকদের প্রত্যেকেরই হাতে বিজেপির পতাকা ছিল। তারা জয় শ্রীরাম শ্লোগান তুলেছিলেন। জানা যায়, বিজেপি কর্মীরা তৃণমূল বিধায়ক শংকর দলুইকে দেখেই আরও বেশি করে জয় শ্রীরাম দেখে বলতে থাকেন। আর তারপরই পাল্টা “জয় শ্রীরাম” স্লোগান দেন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই গোটা ঘটনায় কিছুটা হলেও বিতর্ক ছড়িয়ে পড়ে। অনেকে বলছেন, বিজেপির নেতা কর্মীরা যখন তৃণমূল বিধায়কের দিকে লক্ষ্য করে এই শ্লোগান দিলেন, তখন তার পাল্টা সেই বিজেপিকে কুপোকাত করতে সেই স্লোগান দিয়েই গেরুয়া বাহিনীকে কব্জা করার চেষ্টা করেছেন ঘাটালের তৃণমূল বিধায়ক। সত্যিই কি তাই! নাকি এর পেছনে ঘাটালের তৃণমূল বিধায়কের দলবদলের কোনো জল্পনা রয়েছে? তাই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে সেই দলবদলের জল্পনা উস্কে দিলেন তিনি?

এদিন এই প্রসঙ্গে শংকরবাবু বলেন, “ওই স্লোগান বিজেপির নয়। আমি গর্বিত হিন্দু। তাই ইচ্ছে করেই স্লোগান তুলেছি। বুঝিয়ে দিতে চেয়েছি যে, ওটা ওদের দলের সম্পত্তি নয়‌। দিদি আমাকে দুবার বিধায়ক করেছেন। আমি কোনোদিনই দলত্যাগের কথা ভাবিনি। আর ভাবব না।” তবে বিজেপির স্লোগানের পাল্টা স্লোগান দিতে গিয়ে যেভাবে তৃণমূল বিধায়ক “জয় শ্রীরাম” স্লোগান তুলেছেন, তাতে কিছুটা হলেও উজ্জীবিত বিজেপি নেতৃত্ব।

তবে গোটা ঘটনায় তৃণমূল বিধায়কের এই শ্লোগান তোলাকে কেন্দ্র করে এখন যে নানা জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে, সেই বিষয়টি নিশ্চিত হয়ে গেছে সকলের কাছে। তবে তৃণমূল বিধায়ক‌ দলবদলের জল্পনাকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিলেও “জয় শ্রীরাম” স্লোগান কোন দিকে নিয়ে যায় গোটা পরিস্থিতি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!