এখন পড়ছেন
হোম > অন্যান্য > খাওয়া ছাড়াও বহু উপকারে আসে আলু — জেনে নিন আলুর কিছু অন্যরকম ব্যাবহার

খাওয়া ছাড়াও বহু উপকারে আসে আলু — জেনে নিন আলুর কিছু অন্যরকম ব্যাবহার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আমাদের রান্না ঘরে আলু নেই এটা অনেকেই ভাবতে পারি না৷ সবজি হোক বা মাছ-মাংস-ডিম, আলু তাতে থাকতেই হবে, তাই না? এমনকি, বিরিয়ানিতেও আলু না থাকলে প্লেটটি ফাঁকা ফাঁকা লাগে। আলুর খাদ্যগুণও তো কম নয়! এনার্জি বাড়াতে আলু ভিষণ ভাবে সাহায্য করে। তবে যারা ডায়াবেটিসের রুগি তাদের আলু খাওয়া বারণ থাকে।

কিন্তু আলুর কিছু ব্যাতিক্রমী ব্যাবহারের সন্ধানও মেলে। সেগুলো কী কী? চলুন, জেনে নিই।

★ আমাদের রোজকার ব্যাবহারের স্টিলের বাসন একটা সময় তেলচিটে বা দাগযুক্ত হয়ে যায়। চিন্তার কারণ নেই। আলুর কাছেই আছে এর সমাধান। কিছুটা আলু থেঁতলে সেটা খানিকক্ষণ মাখিয়ে রাখুন স্টিলের বাসনে। তারপর জলে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার পুরোনো বাসনের ঔজ্জ্বল্য ফিরে আসবে আর একদম নতুন হয়ে উঠবে।

★রান্না করতে গিয়ে কখনও কখনও হাতে গরম ছ্যাকা লাগে বা আগুনের গরম ভাপ লেগে চামড়ায় জ্বালা করে? সমস্যা নেই, ঘরে তো আলু আছে! কিছু টা আলু থেঁতো করে সেই ভাপ লাগা জায়গায় মাখিয়ে রাখুন। দেখবেন, কতো তাড়াতাড়ি আপনার চামড়ার জ্বালাপোড়া কমে গেছে। আর ফোস্কাও সেখানে পড়বে না।

★ আপনার মুখে মেছেদার দাগ পড়েছে? কোনো কসমেটিকসেই কিছু হচ্ছে না? এখানেও সমাধান সেই আলু! কিছুটা আলু থেঁতো করে রস বার করে নিন, বা মিক্সিতে ভাল করে পেস্ট করে ফেলুন। তারপর সেই পেস্ট পুরু করে সেই মেছেদা হওয়া জায়গায় আধঘন্টা মতো লাগিয়ে রাখুন। এর পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি করতে থাকলে আপনার মুখে আর কোনো দাগ থাকবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

★ আপনি চুলের সমস্যায় ভুগছেন? চুল পাতলা হয়ে যাচ্ছে? এখানেও পরিত্রাতা সেই আলু।
কিছুটা আলু থেঁতো করে রস বের করে সেই রস ভাল করে ছেঁকে নিন। এর পর তুলো দিয়ে সেই রসকে নিজের চুলের গোড়ায় লাগিয়ে ভাল করে ম্যাসাজ করুন। এই ভাবে আধঘন্টা সেই রস মাথায় লাগিয়ে স্নান করে নিন। এটি নিয়মিত করলে দেখবেন আপনার চুল পড়া কমে গেছে। এমনকি চুলের ঘনত্বও ফিরে এসেছে।

★ আমাদের চোখের তলায় কালি পড়লেও আলুর সাহায্যে তা দূর করা যায়। চোখের তলায় ডার্ক সারকেল পড়লে আলু থেঁতো করে সেই জায়গায় লাগান। দেখবেন, সেই কালো দাগ মিলিয়ে গেছে।

★ এমনকি আলু বলিরেখাও দূর করতে পারে। সেই ক্ষেত্রে আলুর রস বের করে সেটা তুলে দিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন। এভাবে আধঘন্টা রেখে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিন। দেখতে পাবেন আপনার মুখে বলিরেখা আর পরছে না। তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন। মুখে এই রস লাগানোর সময় কখনোই নড়াচড়া করবেন না বা কথা বলবেন না।

তাহলেই ভাবুন, আলুর মহিমা কতো অপার! আলুর জয় হোক!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!