এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কবিগুরুকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ পূর্ব রেলের

কবিগুরুকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ পূর্ব রেলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিল রেল। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখন থেকে পূর্ব রেলের সমস্ত লোকাল ট্রেনে বাজানো হবে রবীন্দ্র সংগীত। রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বহু রেলযাত্রী। অনেকে বলছেন যে, লোকাল ট্রেনে রবীন্দ্র সংগীত বাজানো হলে রেল যাত্রার একঘেয়েমি থেকে যাত্রীদের অনেকটাই রেহাই মিলবে। সেইসঙ্গে শ্রদ্ধা জানানো হবে কবিগুরু রবীন্দ্রনাথকে। একসময় ট্রাফিক সিগনালেও রবীন্দ্র সংগীত বাজানো হতো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, তৃণমূলের পক্ষ থেকে রেলের এই উদ্যোগকে যথেষ্ট ভাবে কটাক্ষ্য করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিপূর্বে রেল এমন কোনো সিদ্ধান্ত নেয় নি। আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে হঠাৎ করে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে রেল। এর মধ্যে রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছে তৃণমূল। প্রসঙ্গত, একসময় তৃণমূল সরকারের পক্ষ থেকে বিভিন্ন ট্রাফিক সিগনালে রবীন্দ্র সংগীত বাজানোর ব্যবস্থা করা হয়েছিল। এবার রেলের পক্ষ থেকে লোকাল ট্রেনে রবীন্দ্র সংগীত বাজানোর ব্যবস্থা করা হলো। এই সিদ্ধান্তকে তৃণমূলের টুকলি বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মন্ত্রী অরূপ রায় জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে বিজেপি নকল করেছে। তাঁর কটাক্ষ, এসব কিছু ভোটের জন্য করছে বিজেপি।

মন্ত্রী অরূপ রায়ের এই বক্তব্যের জবাবে হাওড়া জেলা বিজেপি সভাপতি সুরজিৎ সাহা জানালেন যে, রেলের এই উদ্যোগ যথেষ্ট ভালো। এখন সবকিছুর মধ্যেই রাজনীতি দেখতে পাচ্ছে তৃণমূল। তিনি জানালেন, কেন্দ্রের সমস্ত জনমুখি প্রকল্পকে নিজেদের নামে চালিয়েছে তৃণমূল। এখন সেই তৃণমূল বিজেপির বিরুদ্ধে টুকলির অভিযোগ এনেছে। প্রসঙ্গত বিজেপিকে বারবার বহিরাগতের দল বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। বারবার কটাক্ষ্য করা হয়েছে যে, বাংলার সংস্কৃতির সঙ্গে কোন যোগ নেই বিজেপির। এবার নিজেদের ঘাড় থেকে এই বহিরাগতের তকমা নামাতেই বাংলার মনীষীদের শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছে বিজেপি । মহাপুরুষদের সম্মান জানিয়ে দলের জনপ্রিয়তা বৃদ্ধির পরিকল্পনাও নিয়েছে বিজেপি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!