কর্ণাটক উপনির্বাচনের রেজাল্ট LIVE: সকাল ১১:৪৫ এর ফলাফল, সরকারিভাবে সরকার বিজেপির জাতীয় December 9, 2019 আজ কর্ণাটকের ১৫ বিধানসভা আসনের উপনির্বাচনের ফল ঘোষণা। কর্ণাটকে বহু নাটকের পর আপাতত ইয়েদুরাপ্পার নেতৃত্বে বিজেপি ক্ষমতাসীন। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে গেলে এই ১৫ টি আসনের মধ্যে ন্যূনতম ৬ টি আসনে বিজেপিকে জিততেই হবে। নাহলে কর্নাটকে আবারো হবে পালাবদল। যদিও কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা দাবি করেছেন, বিজেপি এই ১৫ টির মধ্যেণ্টত ১৩ টি আসনে জয়ী হবে। প্রসঙ্গত, এই ১৫ টি আসনেই বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন হয় কংগ্রেস অথবা জেডিএস প্রার্থী। কিন্তু কুমারস্বামী সরকারের ফ্লোর টেস্টের সময় ১৭ বিধায়ক পদত্যাগ করলে – সরকার গঠন করে বিজেপি। সেই ১৭ আসনের মধ্যে ১৫ টি আসনে উপনির্বাচনের ফল ঘোষণা হবে আজ। এই ১৫ টি আসনের মধ্যে ১৩ টি আসনেই বিজেপি কংগ্রেস-জেডিএসের বিদ্রোহী প্রাক্তন বিধায়কদের টিকিট দিয়েছে। ফলে, আজ সারাদিনই টানটান উত্তেজনা থাকবে কর্ণাটক নিয়ে। আর সেই উপনির্বাচনের সব খবর সবার আগে – প্রিয় বন্ধুর পেজে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - একনজরে দেখে নিন শেষ খবর পাওয়া পর্যন্ত এই উপনির্বাচনের ফলাফল। যেসব আসনে আজ উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে – মোট আসন – ১৫ ঘোষণা/গণনা চলছে – ১৫ বিজেপি – ১২ কংগ্রেস – ২ জেডিএস – ০ অন্যান্য – ১ এই ফলাফলের ভিত্তিতে সমগ্র কর্ণাটক বিধানসভার চিত্র – মোট আসন – ২২৪ ফলাফল ঘোষণা/গণনা চলছে – ২২২ সংখ্যাগরিষ্ঠতা – ১১২ আসন বিজেপি – ১১৮ কংগ্রেস – ৬৮ জেডিএস – ৩৪ অন্যান্য – ২ ১. আথানি – বিজেশ কুমাতাল্লি, বিজেপি এগিয়ে গজানন মঙ্গাসুল্লি, কংগ্রেস পিছিয়ে ব্যবধান – ১৩,৭৩৬ ভোট ২. কাগওয়ার – শ্ৰীমন্ত পাতিল, বিজেপি জয়ী ভরামগৌড়া কাগে, কংগ্রেস পরাজিত জয়ের ব্যবধান – ৮,৪৪৯ ভোট ৩. গোকাক – রমেশ লক্ষ্মনরাও, বিজেপি এগিয়ে লখন লক্ষ্মনরাও, কংগ্রেস পিছিয়ে ব্যবধান – ১২,৪১৫ ভোট ৪. ইয়েল্লাপুর – শিবরাম হেব্বার, বিজেপি – ৮০,৪৪০ ভোট (জয়ী) ভীমান্না নায়েক, কংগ্রেস – ৪৯,০৩৪ (পরাজিত) জয়ের ব্যবধান – ৩১,৪০৮ ভোট ৫. হিরেকেরুর – বিসি পাতিল, বিজেপি জয়ী বিবি হনুমন্তাপ্পা, কংগ্রেস পরাজিত জয়ের ব্যবধান – ১০,৯১০ ভোট ৬. রানীবেন্নুর – অরুন গুঠঠুর, বিজেপি এগিয়ে কেবি কোলিওয়ার, কংগ্রেস পিছিয়ে ব্যবধান – ৭,৭৩১ ভোট ৭. বিজয়নগর – আনন্দ সিং, বিজেপি জয়ী ভিওয়াই ঘোড়পাড়ে, কংগ্রেস পরাজিত জয়ের ব্যবধান – ১৮,৬৭৬ ভোট ৮. চিকবল্লাপুর – কে সুধাকর, বিজেপি জয়ী যেন রাধাকৃষ্ণা, জেডিএস পরাজিত জয়ের ব্যবধান – ২৯,৩৪৬ ভোট ৯. কৃষ্ণরাজপুরম – বিএ বাসবরাজ, বিজেপি এগিয়ে এম নারায়ণস্বামী, কংগ্রেস পিছিয়ে ব্যবধান – ২২,৬০৭ ভোট ১০. যশবন্তপুর – এসটি সোমাশেখর, বিজেপি এগিয়ে টিএন গৌড়া, জেডিএস পিছিয়ে ব্যবধান – ৬,১৩৮ ভোট ১১. মহালক্ষ্মী লেআউট – কে গোপালাইয়াহ, বিজেপি এগিয়ে গিরিশ নাশি, জেডিএস পিছিয়ে ব্যবধান – ৩৩,৩৭৪ ভোট ১২. শিবাজিনগর – রিজোয়ান আরশাদ, কংগ্রেস এগিয়ে এম সারভানা, বিজেপি পিছিয়ে ব্যবধান – ১৭,৯৭৭ ভোট ১৩. হোসকোটে – শরথ বাচেগৌড়া, নির্দল এগিয়ে এন নাগারাজু, বিজেপি পিছিয়ে ব্যবধান – ৯,৬৪৫ ভোট ১৪. কৃষ্ণরাজাপেট – নারায়ন গৌড়া, বিজেপি জয়ী বিএল দেবরাজ, জেডিএস পরাজিত জয়ের ব্যবধান – ৩,১৭৬ ভোট ১৫. হুনাসুরু – এইচ পি মঞ্জুনাথ, কংগ্রেস জয়ী আদাগুরু বিশ্বনাথ, বিজেপি পরাজিত জয়ের ব্যবধান – ৩৩,৮৭৯ ভোট কর্ণাটকে সরকার টিকিয়ে রাখতে গেলে বিজেপিকে ৬ টি আসনে জিততেই হত। এখনও পর্যন্ত যে ৭ আসনের ফলাফল ঘোষণা হয়েছে তাতে কংগ্রেস ১ টি আসনে জিতলেও, ৬ টি আসনেই জয়ী হয়েছে বিজেপি। অর্থাৎ, ইয়েদুরাপ্পা সরকারের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় হয়ে গেল। আপনার মতামত জানান -