এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা, ভোট শেষ না হওয়া পর্যন্ত বসে থাকার হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়র!

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা, ভোট শেষ না হওয়া পর্যন্ত বসে থাকার হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কমবেশি প্রতিটি দফাতেই তৃণমূল প্রার্থীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা তৈরি হতে দেখা গেছে। ষষ্ঠ দফার নির্বাচনেও তা অব্যাহত রইল। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর সঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর বচসা সামনে এসেছে। আর এবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন হাবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

সূত্রের খবর, এদিন হাবরার নারায়নপুর বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। যেখানে বুথের সামনে বসে পড়েন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “কেন্দ্রীয় বাহিনীর দাপট চলছে। ভোট না হওয়া পর্যন্ত আমি এখানে বসে থাকব।” স্বাভাবিকভাবেই স্বয়ং তৃণমূল প্রার্থী কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই রকম অভিযোগ তুলে রীতিমত বুথের সামনে বসে পড়ায় ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, প্রথম থেকেই নির্বাচনের ময়দানে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার ষষ্ঠ দফার নির্বাচনে এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ায় এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়ে সামনে জ্যোতিপ্রিয় মল্লিকের মত হেভিওয়েট প্রার্থী বসে পড়ায় পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে যাওয়ার আশঙ্কা করছেন একাংশ।

অনেকে বলতে শুরু করেছেন, অবিলম্বে এই গোটা পরিস্থিতি সামাল দেওয়া উচিত। না হলে ভোটের সময় এই রকম ঘটনা ঘটতে শুরু করলে, ভোট প্রক্রিয়া ব্যাহত হতে শুরু করবে। স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যেভাবে তৃণমূল প্রার্থীরা একের পর এক বচসায় জড়িয়ে পড়ছেন, তাতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্ন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পর জ্যোতিপ্রিয় মল্লিক কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!