এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি কর্মীদের জন্য রাহুল গান্ধীর নতুন নাম ‘উপহার’ দিলেন অমিত শাহ

বিজেপি কর্মীদের জন্য রাহুল গান্ধীর নতুন নাম ‘উপহার’ দিলেন অমিত শাহ


শুক্রবার মুম্বইয়ের বান্দ্রায় বিজেপির ৩৮ তম প্রতিষ্ঠা দিবস আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। এদিনের সভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ‘রাহুল বাবাজি’ বলে বিদ্রুপ করলেন বর্ষীয়ান এই বিজেপি নেতা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিনের অনুষ্ঠানে তাঁর ভাষণে অমিত শাহ বললেন, ” কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার চলছে আর দেশের ২১টা রাজ্যে চলছে বিজেপির নেতৃত্বাধীন সরকার। আর দুটো মাত্র আসনে জিতেই আমাদের রাহুল বাবাজি অতি উৎসাহী হয়ে উঠেছেন। সঠিক সময়ে রাহুল বাবাজি-রা সঠিক জবাব পাবেন। ” উল্লেখ্য এর আগে অমিত শাহ রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ নামে অ্যাখ্যায়িত করেছিলেন।এদিন শুধু কংগ্রেসই নয় সবকটি বিরোধী আঞ্চলিক দলকেই বাক্যবাণে বিঁধলেন অমিত শাহ। আঞ্চলিক দলগুলির অবিজেপি জোট গড়ার প্রসঙ্গে তীব্র ব্যাঙ্গাত্মক ভাষা ও সুরে তিনি বললেন,”দেখেশুনে মনে হচ্ছে কুকুর-বিড়ালের জোট হচ্ছে। সেই জোটে আবার সামিল সাপ, নেউলের মতো অনেক দলই। বন্যা হলে দেখবেন পশু পাখির দল একসঙ্গে গাছে ওঠে। এখন বিরোধীদের অবস্থাও ঠিক তেমনই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!