এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “পশ্চিমবঙ্গকে ভারতের বাইরে অংশ হিসেবে প্রমাণের চেষ্টা” বিস্ফোরক এই হেভিওয়েট!

“পশ্চিমবঙ্গকে ভারতের বাইরে অংশ হিসেবে প্রমাণের চেষ্টা” বিস্ফোরক এই হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মাথায় থাকা রাজ্যপালকে অপসারণ করার চেষ্টা করছে রাজ্য সরকার। যে বিষয়টিকে হাতিয়ার করে কার্যত সরব হতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। আর এই ব্যাপারেই মন্তব্য করতে গিয়ে পশ্চিমবঙ্গকে ভারতের বাইরের অংশ হিসেবে প্রমাণ করার চেষ্টা চলছে বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “এই রাজ্য সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো একটি অঙ্গরাজ্য হিসেবে যেভাবে পশ্চিমবঙ্গের থাকার কথা, সেখান থেকে বেরিয়ে আনার একটা সুকৌশলী চেষ্টা করছে। সেই চেষ্টার উদ্দেশ্য বারবার প্রমাণ করা, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে। এরকম একটা ধারণা তৈরি করার চেষ্টা হচ্ছে।” স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত একের পর এক সিদ্ধান্তকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!