সবং উপনির্বাচন – প্রিয় বন্ধু মিডিয়ার এক্সক্লুসিভ এক্সিট পোল বিশেষ খবর ভোটের সমীক্ষা রাজ্য December 23, 2017 গত ২১ শে ডিসেম্বর সবং বিধানসভা কেন্দ্রে হয়ে গেল উপনির্বাচন। এখানে লড়াই ছিল মূলত পাঁচ প্রার্থীর মধ্যে, তাঁরা হলেন তৃণমূল কংগ্রেসের গীতারানি ভূঁইয়া, বিজেপির অন্তরা ভট্টাচার্য, কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক, সিপিআইএমের রীতা জানা মন্ডল এবং এসইউসিআই-এর দীনেশ মেইকাপ। আমাদের সমীক্ষক দল গোটা সবং জুড়ে গত দুদিনে ভোট পরবর্তী সমীক্ষা চালায়। সেই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে সবং বিধানসভা উপনির্বাচনে প্রাপ্ত ভোট শতাংশ নিম্নরূপ হতে পারে আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে তৃণমূল কংগ্রেস – ৪৬% বিজেপি – ২৮% কংগ্রেস – ১৪% সিপিআইএম – ১০% এসইউসিআই – ১% নোটা – ১% আমাদের সমীক্ষা অনুযায়ী সবং বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতারানি ভূঁইয়া তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অন্তরা ভট্টাচার্যকে ৩৫,০০০ – ৪০,০০০ ভোটের ব্যবধানে হারাতে চলেছেন। আপনার মতামত জানান -